রিয়ালকে ইনিয়ে বিনিয়ে খোঁচালেন বার্সা কিংবদন্তি
কাল রাতে মৌসুমের প্রথম ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। পেনাল্টি, লাল কার্ড ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে কথা উঠেছে এ ম্যাচ ঘিরে। তবে রিয়ালকে পরোক্ষভাবে একটা খোঁচা দিয়েছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক ও ডিফেন্ডার কার্লোস পুয়োল।
ম্যাচে দুটি সিদ্ধান্ত নিয়ে টুইটারে ইমোজির মাধ্যমে খোঁচা মেরেছেন পুয়োল। এরপর একটি স্ট্যাটাসে তা বুঝিয়েও দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি এ ডিফেন্ডার। পাঁচ গোলের এ রোমাঞ্চকর ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোল করে বসেন বার্সেলোনা থেকে ধারে বেতিসে খেলা ব্রাজিলিয়ান রাইটব্যাক এমেরসন। ৬৭ মিনিটে তাঁর দুঃস্বপ্ন আরও প্রকট হয়ে ওঠে। রিয়ালের লুকা ইয়োভিচকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ভিএআর বা ‘ভার’ বেশ সময় নিয়েই তাঁকে লাল কার্ড দেখানোর রায় দিয়েছে। পুয়োল রেফারির এ সিদ্ধান্তের সময়ই প্রথম টুইটটি করেন। প্রথম দুটি ইমো ছিল ভাবনার পরেরটি মাস্ক পরা ইমো। অর্থাৎ সিদ্ধান্তটি নিয়ে ভাবনার যথেষ্ট সুযোগ আছে!
পরেরটি ছিল রিয়ালের পেনাল্টি পাওয়ার সিদ্ধান্তের সময়। বেতিস ডিফেন্ডার মার্ক বাত্রার হ্যান্ডবলের অপরাধে ভার-এর সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে সার্জিও রামোসের গোলে জয় নিশ্চিত করে রিয়াল। পুয়োল তখন দ্বিতীয় টুইটে দুটো ইমো পোস্ট করেন। দু হাত দিয়ে চোখমুখ ঢাকার ইমো। পরে আরও একটি টুইট করেন বার্সায় ক্যারিয়ার কাটিয়ে দেওয়া পুয়োল, ‘জিততে (শিরোপা) হলে আমাদের খুব ভালো করতে হবে। এটা যে দলের জন্য চ্যালেঞ্জ ও প্রেরণা বয়ে আনবে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী।’ পুয়োলের পোস্টে পরোক্ষ ইঙ্গিত রয়েছে, রেফারির বেশির ভাগ সিদ্ধান্ত যেহেতু রিয়ালের পক্ষেই যায়, তাই লিগ জিততে হলে বার্সাকে খুব ভালো খেলতে হবে। আর এ বিষয়টি লিওনেল মেসি-কুতিনিওদের জন্য চ্যালেঞ্জের পাশাপাশি প্রেরণাও—এমন বিশ্বাস থেকেই সম্ভবত টুইটগুলো করেছেন পুয়োল।
‘জিততে (শিরোপা) হলে আমাদের খুব ভালো করতে হবে। এটা যে দলের জন্য চ্যালেঞ্জ ও প্রেরণা বয়ে আনবে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী।’
শুধু পুয়োল নন, বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও সমালোচনা করেছেন রেফারির। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেনাল্টি, লাল কার্ড, ভিএআর ও রিয়াল মাদ্রিদ—সব মিলিয়ে একটু বেশিই হয়ে গিয়েছিল। বোঝাতে চাচ্ছি, এমনিতে রিয়ালের বিপক্ষে ম্যাচ, তারপর একই সময়ে ভিএআর ও লাল কার্ড সামলানো কঠিন হয়ে যায়। রেফারির দায়িত্ব ন্যায়বিচার করা, নিশ্চিতভাবেই তিনি সঠিক। তবে ১১জনের বিপক্ষে ১১জন কী করেছে—আমি সেটাই মনে রাখব। এমেরসনের আত্মঘাতী গোলের সময় বেনজেমা কোথায় দাঁড়িয়ে ছিল সেটাও দেখতে হবে আমাদের। অফসাইড লাইন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো কখনো সবকিছু বিপক্ষে চলে যায়।’