রিয়াল–ইউনাইটেডের একমত হওয়ার অপেক্ষায় ভারান

রিয়াল ছাড়তে চান ভারান?ছবি: টুইটার

রাফায়েল ভারানকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড। রামোসহীন রিয়ালকে ছেড়ে কি ভারানও চলে যাবেন, নাকি ইউনাইটেডের রক্ষণ সামলাতে পা রাখবেন ইংল্যান্ডে?


এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি, কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
ছবি: এএফপি

এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—


সম্ভাব্য যেসব দলবদল হতে পারে

রিয়াল মাদ্রিদ
রেনেঁর ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার ব্যাপারে বহুদিন ধরেই আগ্রহী রিয়াল মাদ্রিদ। করোনাকালে পর্যাপ্ত টাকাপয়সা না থাকায় কামাভিঙ্গাকে দলে টানেনি মাদ্রিদ, রেনেঁ পাক্কা আট কোটি ইউরো দাম হেঁকে বসেছিল। কিন্তু এক বছর যেতে না যেতেই ফরাসি ক্লাবটি বুঝেছে, কামাভিঙ্গার জন্য এত অর্থ কেউই দেবে না। এবার তাদের দাবি অর্ধেকের কম, যা আগ্রহী করে তুলেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে। কিন্তু কামাভিঙ্গা জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই তাঁর।

আলেক্সান্দ্রো লাকাজেত l
ফাইল ছবি

আতলেতিকো মাদ্রিদ
আর্সেনালের ফরাসি স্ট্রাইকার আলেকসাঁদ্র লাকাজেতের জন্য দেড় কোটি ইউরো খরচ করতে রাজি আতলেতিকো মাদ্রিদ। লাকাজেতের চুক্তির বাকি আর মাত্র এক বছর, তাই অত বেশি দাম হবে না এমনিতেও। সল নিগেজ যদি ক্লাব ছাড়েন, সে ক্ষেত্রে ম্যানচেস্টার সিটির ভেনেজুয়েলান মিডফিল্ডার ইয়াঙ্গেল হেরেরাকে দলে টানতে পারে দলটা। তিনি গত মৌসুমে গ্রানাদায় ধারে খেলেছেন।


আর্সেনাল
ব্রাইটনের ইংলিশ সেন্টারব্যাক বেন হোয়াইটকে পাঁচ কোটি পাউন্ডের বিনিময়ে কিনছে আর্সেনাল। আগামী সপ্তাহের মধ্যেই আসবে চূড়ান্ত ঘোষণা।

ম্যানচেস্টার ইউনাইটেড
কিছুদিনের মধ্যেই রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক রাফায়েল ভারানের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে ম্যানচেস্টার ইউনাইটেড। ভারান নতুন চ্যালেঞ্জ চাইছেন, ইউনাইটেডের সঙ্গে বেতন নিয়ে এরই মধ্যে ঐকমত্যে পৌঁছেছেন। দুই ক্লাব দলবদল ফি নিয়ে একমত হলেই ইউনাইটেডে যোগ দেবেন ভারান। ফরাসি ডিফেন্ডার জানিয়েছেন, নতুন ক্লাবে যেতে চাইলেও রিয়াল ছাড়তে জোরাজুরি করবেন না। আতলেতিকো মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজকে দলে আনতে ৫ কোটি ২০ লাখ ইউরো পর্যন্ত খরচ করতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড, জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।


টটেনহাম হটস্পার
দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন যেভাবে ক্লাব ছাড়তে চাইছেন, তা পছন্দ হচ্ছে না টটেনহামের মালিক জো লুইসের। যে কারণে ক্লাব ছাড়তে আরও বেশি সমস্যায় পড়তে পারেন ইংলিশ অধিনায়ক।

রোনালদো।
ফাইল ছবি: রয়টার্স

জুভেন্টাস
ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালা, কাউকেই ছাড়ার ইচ্ছা নেই জুভেন্টাসের; সাফ জানিয়ে দিয়েছেন দলের সহসভাপতি পাভেল নেদভেদ। শুধু তা–ই নয়, দিবালার সঙ্গে চুক্তি নবায়ন করতেও আগ্রহী জুভেন্টাস।


এসি মিলান
বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ব্রান্টের প্রতি আগ্রহী এসি মিলান। শুধু মিলানই নয়, ব্রান্টকে দলে আনতে চাইছে লাৎসিও-ও। ডর্টমুন্ডের বিক্রি করতে সমস্যা নেই। এমনকি ব্রান্টকে ধারে ছাড়তেও রাজি তারা। তবে ধারের মেয়াদ শেষ হওয়ার পর ২ কোটি ৭০ লাখ ইউরো দিয়ে পাকাপাকিভাবে ব্রান্টকে কিনতে হবে। শুধু ব্রান্টই নন, পিএসজির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা আলকানতারাকে নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে এসি মিলানের। এখানেও মিলানের সঙ্গে আগ্রহী ক্লাব লাৎসিও। ওয়েস্ট হামও আছে তালিকায়। গত মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানো রাফিনহাকে বিক্রি করতে এক কোটি ইউরো দাবি করতে পারে পিএসজি। সে ক্ষেত্রে ৩৫ লাখ ইউরো যাবে বার্সেলোনার পকেটে। কারণ, চুক্তি অনুযায়ী রাফিনহাকে পিএসজি যত দিয়ে বিক্রি করবে, তার ৩৫ শতাংশ পাবে বার্সেলোনা।

জের্দান শাকিরি
ছবি : টুইটার

এএস রোমা
পালমেইরাসের উরুগুইয়ান লেফটব্যাক মাতিয়াস ভিনিয়া আসছেন রোমে। গোলকিপার রুই পাত্রিসিওর পর রক্ষণভাগকে আরেকটু শক্ত করতে ভিনিয়ার পেছনে এক কোটি ইউরো খরচ করতে রাজি হয়েছেন জোসে মরিনিও। বার্সেলোনা থেকে ফরাসি সেন্টারব্যাক ক্লেমঁ লংলেকেও দলে আনতে পারে রোমা। এর মধ্যে লংলের জন্য দেড় কোটি ইউরোর একটা প্রস্তাব দিয়েছে রোমা, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু বার্সেলোনা লংলের জন্য আড়াই কোটি ইউরোর কাছাকাছি চাইছে, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।


নাপোলি
লিভারপুলের সুইস উইঙ্গার জেরদান শাকিরিকে দলে চাইছে নাপোলি। নাপোলি ছাড়াও ভিয়ারিয়াল, লাৎসিওর মতো ক্লাবগুলো আগ্রহী তাঁর প্রতি। শাকিরির জন্য দেড় কোটি পাউন্ড দাবি করেছে লিভারপুল।

বরুসিয়া ডর্টমুন্ড
পিএসভি আইন্দহফেনের ডাচ উইঙ্গার দনিয়েল মালেনের ডর্টমুন্ডে যোগ দেওয়ার বিষয়টা মোটামুটি পাকা। জেডন সানচোর বিকল্প হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। দলবদল ফি বাবদ ডর্টমুন্ডের খরচ হচ্ছে ৩ কোটি ইউরো, বেতন বাবদ প্রতিবছর ৬০ লাখ ইউরো পকেটে পুরবেন মালেন। জুভেন্টাসের সেন্টারব্যাক মেরিহ দেমিরালকে সাড়ে তিন কোটি ইউরোর বিনিময়ে দলে আনতে চাইছে ডর্টমুন্ড।


সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
তিন ইয়েদভাই (সেন্টারব্যাক, ক্রোয়েশিয়া)
বায়ার লেভারকুসেন থেকে লোকোমোটিভ মস্কো, ৩৪ লাখ পাউন্ড

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড


জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি


ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি


রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি


সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার


ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার

নতুন জার্সিতে আন্দ্রে সিলভা
ছবি: টুইটার

লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড


রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড


কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি


ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি


জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি


অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড


বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি


হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি


নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড


পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড


আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড