‘রিয়াল মাদ্রিদ ধরেই নিয়েছে এমবাপ্পে ওখানে যাচ্ছেন’

পিএসজিতে থাকবেন এমবাপ্পে?ছবি: এএফপি

দিন যত যাচ্ছে, কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ছে।

আরও বাড়ছে পিএসজির সঙ্গে এমবাপ্পে চুক্তি নবায়ন না করায়। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হচ্ছে আগামী জুনে, নবায়ন না করলে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন এমবাপ্পে। আর এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদই, যে রিয়াল প্রায় পাঁচ বছর ধরে এমবাপ্পেকে দলে নেওয়ার আশায় দিন গুনছে।

আরও পড়ুন

কিন্তু পিএসজিও হারার আগে হার মানতে রাজি নয়।

নতুন চুক্তিতে রাজি করানোর জন্য বহুদিন ধরেই এমবাপ্পেকে সাধাসাধি করে যাচ্ছে তারা। বাড়তি বেতন-বোনাস, অধিনায়কত্বের প্রলোভন, ছবিস্বত্বের সিংহভাগ দেওয়া—এমবাপ্পেকে ধরে রাখতে তাদের পক্ষে যা কিছু করা সম্ভব, সবকিছুই করছে পিএসজি। এমবাপ্পের সঙ্গে এর মধ্যে বেশ কবার বৈঠকেও বসেছে তারা।

এমবাপ্পে
ছবি: রয়টার্স

সব মিলিয়ে পিএসজি হয়তো একটু আশাবাদীও হয়ে উঠেছে। ভাবছে, হয়তো রিয়ালের প্রলোভনে পা না দিয়ে এমবাপ্পে প্যারিসেই থেকে যাবেন।

গত রাতে লাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ জয় নিশ্চিত করেছে পিএসজি। ম্যাচের পর ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাস আর ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সে আশাবাদের কথাই ফুটে উঠেছে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোর কথায়।

কিলিয়ান এমবাপ্পেকে কোনোভাবেই ছাড়তে চান না পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো ও সভাপতি খেলাইফি
ফাইল ছবি: রয়টার্স

সাক্ষাৎকার দিতে গিয়ে রিয়ালকে খোঁচা দিতে ছাড়েননি এসি মিলান ও ইন্টার মিলানের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ‘মাদ্রিদে সবাই তিন বছর থেকে ধরেই নিয়েছে এমবাপ্পে ওদের ওখানেই যাবে। আমার মনে হয় এমবাপ্পেকে দলে টানার ব্যাপারে রিয়াল মাদ্রিদ হয়তো একটু বেশিই নিশ্চিত!’

আরও পড়ুন

এমবাপ্পে এখনো নিজের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন লিওনার্দো, ‘সত্যি বলতে কি, ওর সঙ্গে আমাদের সব সময়ই আলোচনা হচ্ছে। আলাদা করে দোহায় ওর সঙ্গে কোনো সভা হয়নি। আমরা নিয়মিতই যোগাযোগ করছি, ও আমাদের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় ও এখনো ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আমি এখনো বিশ্বাস করি, ওর এখানে থেকে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। ও চলেও যেতে পারে। কিন্তু ও ভাবছে এখন।’

আরও পড়ুন

ওদিকে এমবাপ্পে নিজেও স্বীকার করেছেন, ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি, ‘কিছুই বদলায়নি। তাই এখন এসব নিয়ে কথা বলার সময় আসেনি।’