রিয়াল-বার্সা মহারণের আগে যা যা জানা দরকার

আজ রাত দুইটায় মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীছবি : রয়টার্স

এল ক্লাসিকো!
ফুটবলপ্রেমীদের রক্তে উত্তেজনার নাচন বইয়ে দেওয়ার জন্য দুটি শব্দই যথেষ্ট। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই, কে না দেখতে চান! পরিস্থিতি যেমনই হোক না কেন, দল দুটির ফর্ম থাকুক বা না থাকুক, ম্যাচের ফলাফলের প্রভাব বেশি হোক বা কম; রিয়াল-বার্সা দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি রোমাঞ্চ। সে রোমাঞ্চের পরবর্তী সংস্করণ মঞ্চস্থ হতে যাচ্ছে আজ রাতে, লা লিগায় মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচের আগে কিছু তথ্য দেখে নেওয়া যাক—এক নজরে!

রিয়াল জিতলে দুই দলের অবস্থান

রিয়াল মাদ্রিদ : ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে প্রথম

বার্সেলোনা : ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ (যদি আজ হতে যাওয়া রিয়াল বেতিস বনাম সেল্তা ভিগো ম্যাচে বেতিস হারে বা ড্র করে) আর বেতিস জিতলে ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকবে বার্সা

জাভির অধীনে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা
ছবি: এএফপি

বার্সেলোনা জিতলে দুই দলের অবস্থান

রিয়াল মাদ্রিদ : ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে প্রথম

বার্সেলোনা : ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ

ম্যাচ ড্র হলে দুই দলের অবস্থান

রিয়াল মাদ্রিদ : ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে প্রথম

বার্সেলোনা : যদি বেতিস জেতে তাহলে ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম। যদি বেতিস হারে বা ড্র করে তাহলে ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকবে বার্সা


লিগের শেষ ৫ ম্যাচে রিয়ালের ফর্ম: ৪ জয়, ১ ড্র
লিগের শেষ ৫ ম্যাচে বার্সেলোনার ফর্ম: ৪ জয়, ১ ড্র

বেনজেমাকে আজ পাচ্ছে না রিয়াল
ছবি: রয়টার্স

সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই জিতেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়ালের টানা জয়ের রেকর্ডটা অবশ্য সাত। ১৯৬২ সালের এপ্রিল থেকে ১৯৬৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনাকে টানা সাত ম্যাচে হারিয়েছিল রিয়াল।

১০

একবিংশ শতাব্দীতে লিগে আয়োজিত এল ক্লাসিকোর ইতিহাসে রিয়ালের চেয়ে বার্সেলোনা বেশি ম্যাচ জিতেছে (বার্সেলোনা ১০, রিয়াল ৮), গোলও বেশি করেছে বার্সেলোনা (৪১)। রিয়ালের গোল ৩৪টি

রিয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে জেতেনি বার্সেলোনা
ফাইল ছবি : রয়টার্স

হ্যাটট্রিক

আজ রিয়ালের মাঠে বার্সেলোনা হারলে সান্তিয়াগো বার্নাব্যুতে হারের হ্যাটট্রিক হয়ে যাবে কাতালানদের, এ শতাব্দীতে এর আগে যা আর কখনো হয়নি

এগিয়ে

জাভি আসার পর লিগের ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে নিয়েছে বার্সেলোনা। এ সময়ের মধ্যে একটা দলই বার্সার চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে—রিয়াল মাদ্রিদ (৩৯)

১০০

গত জানুয়ারির সুপার কাপ সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে এর মধ্যেই এল ক্লাসিকোতে শততম জয় পেয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ

জাভি–জাদু

প্রতিপক্ষের মাঠে লা লিগার সর্বশেষ ১০ ম্যাচে বার্সেলোনা হারেনি, যার ৯টিই জাভির অধীনে