৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভোটাভুটিতে পাঠক নিরঙ্কুশভাবে এগিয়ে রেখেছিলেন রিয়ালকে। রিয়ালের ম্যাচ জয়ের পক্ষে ভোট পড়েছিল ৭৪ শতাংশ আর ২২ শতাংশ ভোট পড়েছিল চেলসির জয়ের পক্ষে। বাকি ৪ শতাংশ ভোট পড়েছিল ড্রয়ের বাক্সে।
প্রথম লেগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কী হবে? বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারবে চেলসি? অ্যাওয়ে গোলের হিসাব না থাকায় সেমিফাইনালে উঠতে হলে রিয়ালের বিপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হবে। অন্যদিকে ড্র করলে বা ১-০ গোলে হারলেও শেষ চারে উঠে যাবে রিয়াল।
কোন দল উঠবে সেমিফাইনালে, আপনার মতামত জানান ভোটে।