রিয়াল ছাড়ছেন ভারান?

রিয়াল ছাড়তে চান ভারান?
ছবি: টুইটার

গ্রীষ্মকালীন দলবদলে যে মেম্ফিস ডিপাই আর এরিক গার্সিয়াকে চেয়েও কিনতে পারেনি বার্সেলোনা, এই শীতকালীন দলবদলের সময় কি সেটা হবে? লিভারপুল কি রক্ষণভাগের নতুন কোনো খেলোয়াড় কিনবে? ম্যানচেস্টার সিটি আগুয়েরো-জেসুসদের সঙ্গী হিসেবে আরেক স্ট্রাইকার কেনার কথা ভেবে দেখছে? রামোসের রিয়ালের সঙ্গে চুক্তিরই-বা কী অবস্থা? তিনি যদি রিয়ালে না থাকেন, তাহলে কোথায় যেতে পারেন?

এমন আরও হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপীয় ফুটবলপাড়া। এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল চলছে এখন। মাসজুড়ে ক্লাবগুলো পছন্দের খেলোয়াড় কিনে নিজেদের দুর্বলতা ঢাকতে চাইবে, অপ্রয়োজনীয় খেলোয়াড় ছেড়ে দিয়ে খরচ কমাতে চাইবে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে একদম চলতি মাসের শেষ দিন পর্যন্ত।

সম্ভাব্য দলবদলের জন্য বাতাসে ভাসছে অনেক খেলোয়াড় ও তাঁদের প্রতি আগ্রহী ক্লাবগুলোর নাম। সাম্প্রতিক গুঞ্জনগুলো একনজরে দেখে নেওয়া যাক!

জার্সি বদলাচ্ছেন উপামেকানো?
ছবি: ইনস্টাগ্রাম

রিয়াল ছাড়ছেন ভারান?

চমকে যাওয়ার মতোই কথা। তবে এমন চমকে যাওয়া তথ্যই দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’। তারা জানিয়েছে, নতুন চ্যালেঞ্জের জন্য ক্লাব ছাড়তে আগ্রহী হয়েছেন এই রিয়াল ডিফেন্ডার। ফরাসি এই তারকার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হবে ২০২২ সালে।

রিয়াল থেকে আর্সেনালে যাচ্ছেন আরেকজন

মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে নাম লিখিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস। এবার রিয়াল থেকেই আরেক মিডফিল্ডার দলে আনছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। এবার তাঁর চোখ পড়েছে ডেনিশ মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের দিকে।

দলে ডিফেন্ডার চায় বায়ার্ন

ডেভিড আলাবা ক্লাব ছাড়ছে, আজকের খবর নয়। আরেক সেন্টারব্যাক জেরোম বোয়াটেংয়েরও বয়স হয়ে যাচ্ছে। দলে নতুন ডিফেন্ডার তাই লাগবেই। নতুন ডিফেন্ডার হিসেবে লাইপজিগের দায়োত উপামেকানোকে বেশ মনে ধরেছে বায়ার্নের। এর মধ্যেই বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন উপামেকানোর প্রতি তাঁদের আগ্রহের কথা, ‘মৌসুমের শেষ পর্যন্ত সে লাইপজিগের খেলোয়াড়, কিন্তু এর পরে কী হবে, সেটা সবাই জানে। সবাই জানে ওর চুক্তিতে একটা শর্ত আছে, সে অন্য ক্লাবে যোগদান করতে পারবে।’

এই দলে আরও তারকা যোগ করতে চাইছেন পচেত্তিনো।
ছবি: রয়টার্স

নতুন মিডফিল্ডারের খোঁজে পিএসজি

এমনিতেই দলে মিডফিল্ডারের অভাব নেই পিএসজির। তার ওপর বায়ার্নের ফরাসি মিডফিল্ডার কোরেন্তিন তোলিসোকে পিএসজি দলে নিতে পারে বলে শোনা যাচ্ছে। কার্লো আনচেলত্তির আমলে লিওঁ থেকে বায়ার্নে যাওয়া এই মিডফিল্ডার কখনোই তেমন আলো ছড়াতে পারেননি। ২০২২ সালে চুক্তি শেষ হতে যাচ্ছে এই তারকার, ফলে ক্লাব বদল করতে চাইলে আগ্রহী ক্লাবকে অত বেশি টাকা খসাতে হবে না। যা পিএসজিকে আগ্রহী করছে আরও, এমনটাই জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’।

আতালান্তার সবচেয়ে বড় রত্ন পাড়ি জমাচ্ছেন সেভিয়ায়

কয়েক মৌসুম ধরে ইয়ালিয়ান ক্লাব আতালান্তা যে নয়নজুড়ানো ফুটবল খেলছে, তার পেছনে অন্যতম বড় হাত দলটার অধিনায়ক পাপু গোমেজের। কোচের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সেই গোমেজই এবার ক্লাব ছাড়তে চান। আর তাঁকে দলে নেওয়ার ব্যাপারে বেশ এগিয়ে গিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

চীন থেকে আবারও দেশে ফিরছেন ইতালীয় উইঙ্গার

এএস রোমা থেকেই চায়নিজ ক্লাব সাংহাই শেনহুয়াতে নাম লিখিয়েছিলেন ইতালি জাতীয় দলের উইঙ্গার স্তেফান এল শারাউই। আবারও সেই রোমাতেই ফিরতে চলেছেন এসি মিলানের সাবেক এই উইঙ্গার। খুব তাড়াতাড়ি মেডিকেল পরীক্ষা শেষে রোমায় ফিরবেন শারাউয়ি, জানিয়েছে ইতালীয় সংবাদমাধ্যমগুলো।

এ তো গেল গুঞ্জনের খবর। কিন্তু এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—

সম্পাদিত ধার চুক্তি
আরকাদিউশ মিলিক (নাপোলি থেকে মার্শেই)
উইলিয়ান জোসে (রিয়াল সোসিয়েদাদ থেকে উলভারহ্যাম্পটন)
আন্দ্রেয়া কন্তি (এসি মিলান থেকে পারমা)
ফিকায়ো তোমোরি (চেলসি থেকে এসি মিলান)
লুকা ইয়োভিচ (রিয়াল মাদ্রিদ থেকে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
মুসা দেম্বেলে (অলিম্পিক লিওঁ থেকে আতলেতিকো মাদ্রিদ)
তাকেফুসা কুবো (রিয়াল মাদ্রিদ থেকে হেতাফে)
কার্লেস আলেনিয়া (বার্সেলোনা থেকে হেতাফে)
উইলিয়াম সালিবা (আর্সেনাল থেকে নিস)
রাজ্জা নাইনগোলান (ইন্টার মিলান থেকে ক্যালিয়ারি)


সম্পাদিত পূর্ণাঙ্গ চুক্তি
ক্লাস-ইয়ান হুন্টেলার (আয়াক্স থেকে শালকে, ফ্রি)
জ্যাক উইলশেয়ার (ওয়েস্ট হাম থেকে বোর্নমাউথ, ফ্রি)
মেসুত ওজিল (আর্সেনাল থেকে ফেনেরবাচে, ফ্রি)
সেবাস্তিয়েন হলার (ওয়েস্ট হাম থেকে আয়াক্স, ২০ মিলিয়ন পাউন্ড)
আমাদ দিয়ালো (আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ১৮.৭ মিলিয়ন পাউন্ড)
জোয়াকিম মায়েলে (গেঙ্ক থেকে আতালান্তা, ৯ মিলিয়ন পাউন্ড)
ডমিনিক জবোস্লাই (সালজবুর্গ থেকে লাইপজিগ, ২২.৯ মিলিয়ন পাউন্ড)