২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘রাজনীতির’ চাপে আবার ইউরোপে ফিরতে চান আলভেজ

সাও পাওলো ছাড়তে চাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ।ফাইল ছবি, রয়টার্স

বেচারা দানি আলভেজ! ভাগ্যটাই খারাপ ব্রাজিলিয়ান ফুলব্যাকের। ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি যেন পিছুই ছাড়ছে না তাঁর। ২০১৬ সালে বার্সেলোনা ছাড়ার সময় কিছু বলেননি। কিন্তু ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার পর বলেছিলেন, বার্সেলোনার অভ্যন্তরীণ রাজনীতির কারণেই অন্যত্র চলে গেছেন! বার্সা ছেড়ে জুভেন্টাস-পিএসজি হয়ে নাম লিখিয়েছিলেন নিজের দেশের ক্লাব সাও পাওলোতে। কিন্তু সেখানেও অভ্যন্তরীণ রাজনীতি! সেই রাজনীতির পাকে পড়ে আরেকবার ক্লাব ছাড়তে চাচ্ছেন আলভেজ। আবার পাড়ি জমাতে চান ইউরোপে!

২০১৬-১৭, জুভেন্টাসে এই একটা মৌসুমই খেলেছিলেন। এরপর দুটি মৌসুম কাটিয়েছেন পিএসজিতে। ব্রাজিল দলের দুই সতীর্থ নেইমার ও থিয়াগো সিলভার সঙ্গে সময়টা ভালোই কাটছিল আলভেজের। কিন্তু পিএসজি তাঁর সঙ্গে নতুন চুক্তি না করায় ২০১৮-১৯ মৌসুম শেষে হয়ে পড়েন ফ্রি এজেন্ট বা মুক্ত খেলোয়াড়। সিদ্ধান্ত নেন দেশের কোনো ক্লাবেই ফিরে যাবেন। অথচ এর আগে ২০১৭ সালেই তাঁকে পেতে মরিয়া ছিল প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি ও চেলসি।

জুভেন্টাস ছাড়ার সময়ই আলভেজ একবার বলেছিলেন, এক সময় সাও পাওলোর হয়ে খেলার স্বপ্ন দেখেন। গত বছরের আগস্টে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ২০২২ সাল পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি করেন আলভেজ। তাঁর প্রতি সম্মান দেখিয়ে তাঁকে ১০ নম্বর জার্সিও দেওয়া হয়েছে। সেই সম্মানের প্রতিদান প্রথম ম্যাচেই দিয়েছেন আলভেজ। সাও পাওলোতে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখেন সেয়ারার বিপক্ষে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করে।

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেজ আবার ফিরতে চাচ্ছেন ইউরোপে। ফাইল ছবি রয়টার্স
ফাইল ছবি, রয়টার্স

কিন্তু এক বছর যেতে না যেতেই আলভেজের সাও পাওলো-প্রেমে ভাটা পড়তে শুরু করেছে। ক্লাব ছাড়তে চাইছেন এক সময়ের অন্যতম সেরা ফুলব্যাক। কারণ কী? আলভেজ নাকি তাঁর ঘনিষ্ঠজনদের বলেছেন, ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতিই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। সাও পাওলোতে পর্দার অন্তরালের ব্যাপারগুলোয় হাঁপিয়ে উঠেছেন আলভেজ। দলটির সমর্থকদের একাংশ যেন তাঁর পেছনে পড়ে আছে সেই শুরু থেকেই। ক্রমাগত সমালোচনার তিরে বিদ্ধ করছে তাঁকে।

সমর্থকদের সেই অংশটা আলভেজকে সমালোচনার সর্বশেষ তিরটা ছুড়েছে সম্প্রতি। করোনাভাইরাস মহামারির মধ্যে বন্ধুদের নিয়ে একটা পার্টি করেছিলেন আলভেজ। সেটা নিয়েই যত সমালোচনা তাদের। এর আগে বাহুর চোট থেকে সেরে ওঠার সময়ে তাঁকে একবার সংগীত-যন্ত্র বাজাতে দেখা গিয়েছিল। সেটা নিয়েও অনেক সমালোচনা সইতে হয়েছে। এসব নিয়ে ক্লাবের প্রতি হতাশ হলেও আলভেজ চাইছেন সাও পাওলো থেকে তাঁর বিদায়টা মসৃণ আর বিতর্কহীন হোক।

বয়স হয়ে গেছে ৩৭ বছর। এই বয়সে সাও পাওলো ছেড়ে কোথায় যাবেন আলভেজ? সাও পাওলোর হয়ে ৩৮ ম্যাচ খেলে আটটি গোল করা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ঘনিষ্ঠজনদের বলেছেন, তিনি আবার ইউরোপেই ফিরতে চান। কে জানে বার্সার হয়ে ৩৯১ ও ব্রাজিলের হয়ে ১১৮ ম্যাচ খেলা আলভেজের এই আশা পূরণ হবে কি না!