যে মাঠে মৃত্যুপথযাত্রী, সে মাঠে ফিরেই গোল

পারকেন স্টেডিয়ামে ফিরেই গোল পেলেন এরিকসেনছবি: রয়টার্স

১২ জুন, ২০২১ : ইউরোয় কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন ক্রিস্টিয়ান এরিকসেন। সতীর্থরা ও মেডিকেল টিম দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচান ডেনমার্ক তারকাকে। বুকে বসে পেসমেকার।

২৯ মার্চ, ২০২২: সেই পারকেন স্টেডিয়ামেই সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এরিকসেন ডেনমার্কের অধিনায়ক, ৫৭ মিনিটে করলেন চোখ ধাঁধানো গোল। সার্বিয়ার বক্সের ঠিক মাথা থেকে নেওয়া শটটি খানিকটা বাঁক নিয়ে জালে, অবিশ্বাস্য!

সার্বিয়ার জালে শেষ গোলটির তুলনায় মাঝের ২৯০ দিনে এরিকসেনের ফেরার গল্পটা আরও অবিশ্বাস্য। বুকে পেসমেকার বসানোয় খেলতে পারলেন না ইতালিয়ান ফুটবলে। ইন্টার মিলান ছেড়ে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডে।

ডেনমার্ক দল থেকেও ডাক এল। নেদারল্যান্ডসের বিপক্ষে জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে বলে প্রথম স্পর্শেই পেলেন গোল। আর কাল পারকেন স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচেও করলেন দেখার মতো এক গোল। ফিনল্যান্ডের কাছে সেই ম্যাচটা হারলেও কাল সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে পারকেনে এরিকসেনের প্রত্যাবর্তন রাঙিয়েছে ডেনমার্ক।

এরিকসেনকে করতালিতে বরণ করে নেন পারকেন স্টেডিয়ামের ডেনিশ দর্শকেরা। ৮০ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় 'এরিকসেন, এরিকসেন' চিৎকারও ভেসে আসে গ্যালারি থেকে। 'ক্যানাল ফাইভ'কে এরিকসেন বলেছেন, 'এই সন্ধ্যাটা সত্যিই বিশেষ। পারকেনে ফিরে গোল পেয়েছি, আর এমন অর্ভথ্যনা পেয়ে আমি শিহরিত।' লিন্ডস্টর্ম ও মায়েলে ডেনমার্কের হয়ে বাকি দুই গোল করেন।

অন্য প্রীতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে হারিয়েছে ফ্রান্স। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচে গোল করে ফ্রান্সের হয়ে থিয়েরি অঁঁরির গোলের রেকর্ড ভাঙার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন অলিভার জিরু (১১২ ম্যাচে ৪৮ গোল)। ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে ৫১ গোল করেছেন অঁরি। লাল কার্ড দেখায় শেষ ছয় মিনিটে ১০ জন নিয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা।

জোড়া গোল করেন এমবাপ্পে
ছবি: রয়টার্স

কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা আট ম্যাচ জেতা জার্মানিকে থামিয়েছে নেদারল্যান্ডস। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। আইভরি কোস্টকে ৩-০ গোলে হারায় ইংল্যান্ড। লাল কার্ড দেখায় ৪০ মিনিটের পর থেকে ১০ জন নিয়ে খেলেছে আইভরি কোস্ট।

উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ খেলার দৌড় থেকে ছিটকে পড়ার পর প্রথম ম্যাচেই জিতেছে ইতালি। ম্যাচের ৪ মিনিটে পিছিয়ে পড়েও তুরস্ককে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারায় রবার্তো মানচিনির দল। আইসল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে স্পেন।