যে কারণে সাম্পাওলি ব্যর্থ হতেও পারেন

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য সাম্পাওলি সঠিক ব্যক্তি নন, এমনটা মনে করেন ক্রেসপো। ফাইল ছবি
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য সাম্পাওলি সঠিক ব্যক্তি নন, এমনটা মনে করেন ক্রেসপো। ফাইল ছবি
>সাম্পাওলির কোচিংয়ের যে দর্শন, তা ফল দিতে সময় নেয়। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে সাম্পাওলি পেয়েছিলেনই মাত্র ১১ ম্যাচ। এত কম ম্যাচে সাম্পাওলি গুছিয়ে নিতে পারেন না...


হোর্হে সাম্পাওলিকে ঘিরে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে তাতে গা ভাসাচ্ছেন না সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো। ক্রেসপোর মতে, বিশ্বকাপে আর্জেন্টিনাকে পথ দেখানোর জন্য সাম্পাওলি সঠিক ব্যক্তি নন। সাম্পাওলিকে যে ক্রেসপো অপছন্দ করেন, তেমনটি নয়।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ক্রেসপো বলেন, ‘ব্যক্তি এবং ম্যানেজার সাম্পাওলিকে আমি খুবই শ্রদ্ধা করি। কখনো কখনো তাঁর কোচিং দেখে রোমাঞ্চিতও বোধ করি। তবে বিশ্বকাপের জন্য যখন তাঁকে কোচ হিসেবে বেছে নেওয়া হলো, আমি এটিকে সঠিক সিদ্ধান্ত মনে করিনি। সাম্পাওলির ধরনটা দীর্ঘমেয়াদি। মাত্র ১০ ম্যাচের মতো সময় তিনি পেয়েছেন। এত কম ম্যাচে কিছু করে দেখানো সম্ভব নয়।’

ক্রেসপো আর্জেন্টিনার হয়ে ১৯৯৮, ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে খেলেছেন। সাম্পাওলিকে নিয়ে ক্রেসপোর উদ্বেগের মূল জায়গাটি হলো ‘সময়’। ক্রেসপোর মতে, সাম্পাওলি দল গোছাতে খুবই কম সময় পেয়েছেন। যেটি তাঁর এবং আর্জেন্টিনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। ক্রেসপোর আশঙ্কাকে ভুল প্রমাণিত করে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন কি না সাম্পাওলি, সেটাই এখন দেখার বিষয়। ভুল প্রমাণিত হলে ক্রেসপো নিজেই যে খুশি হবেন, তাতে কোনো সন্দেহ নেই।

সাম্পাওলির  কোচিং ক্যারিয়ার

দল

কবে

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

জয়ের শতাংশ

ইউনিভার্সিদাদ দে চিলে

২০১১- ২০১২

১১৮

৭২

২৮

১৮

৬১.০২

চিলি

২০১২-২০১৬

৪৩

২৭

৬২.৭৯

সেভিয়া

২০১৬-২০১৭

৫৩

২৭

১২

১৪

৫০.৯৪

আর্জেন্টিনা

২০১৭-

১২

৫০.০০

মোট

 

২২৬

১৩২

৫৩

৪১

৫৮.৪১