যমুনা সেতু পার হয়ে শুনলেন শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দল থেকে বাদ
বাংলাদেশ ফুটবল দলের সাবেক ব্রাজিলের কোচ এডসন সিলভা ডিডোকে মনে করিয়ে দিলেন বর্তমান কোচ হাভিয়ের কাবরেরা। ডিডোর মতো স্প্যানিশ এই কোচ যে শৃঙ্খলার ব্যাপারে কতটা কঠোর, তা ভালোই টের পাচ্ছেন জাতীয় দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ।
আগামী মাসে এশিয়ান কাপের বাছাইয়ের জন্য গতকাল থেকে ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ডাক পাওয়া ২০ খেলোয়াড়ের মধ্যে ক্যাম্পে যোগ দেননি গোলকিপার শহীদুল আলম ও স্ট্রাইকার নাবিব নেওয়াজ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন শহিদুল। আর নাবিব আজ ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছিলেন দলীয় ম্যানেজার ইকবাল হোসেন।
আজ সকালে গ্রামের বাড়ি বগুড়া থেকে ঢাকা আসার পথেই নাবিবকে বাংলাদেশ দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। যদিও দুপুরে ঢাকায় এসে টিম হোটেলে কোচের সঙ্গে দেখা করেন তিনি। এতে মন গলেনি কাবরেরার। অগত্যা ফিরে যেতে হয় নাবিবকে।
প্রথম আলোকে নাবিব বলছিলেন, ‘বগুড়া থেকে রওনা হয়ে যমুনা সেতু পার হওয়ার পর আমার কাছে ফোন আসে। কোচের পক্ষ থেকে বলা হয়, সময়মতো ক্যাম্পে না আসায় আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবু আমি হোটেলে এসে কোচের সঙ্গে দেখা করি। কোচ আমাকে “সরি” বলে দেন।’
শুধু তা–ই নয়, সময়মতো ক্যাম্পে যোগ না দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নাবিবকে। তাঁর জায়গায় তড়িঘড়ি করে ক্যাম্পে ডাকা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের তরুণ ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে।
ক্যাম্পে সময়মতো না আসার কারণ সম্পর্কে নাবিব বলেন, ‘জাতীয় দলে ক্যাম্প শুরুর বিষয়টি আমার জানা ছিল না। আমাকে কাল সন্ধ্যায় জানানো হয়। পরে আজ ভোরেই আমি রওনা দিয়েছি।’