এফএ কাপের সেমিফাইনাল আজ। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ও ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
দুই দলের জন্যই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।
ম্যানচেস্টার সিটি আর লিভারপুল—দুই দলই অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে। এই মৌসুমে এর মধ্যেই লিগ কাপ জেতা লিভারপুলের সামনে এখনো প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি।
সিটিও পিছিয়ে নেই তেমন। কারাবাও কাপ না জিততে পারলেও বাকি তিন শিরোপা জয়ের সম্ভাবনা তাদেরও সমানে-সমান। সিটি তিন শিরোপা জিতলে গড়বে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড, এক ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া যে কীর্তি আর কারও নেই। আর লিভারপুল বাকি সব শিরোপা জিতলে রচনা করবে আরও অবিস্মরণীয় ইতিহাস—‘কোয়াড্রপল’ জয়ের যে কীর্তি এর আগে কোনো ইংলিশ ক্লাব করে দেখাতে পারেনি।
ম্যাচে কে জিতবে? কে উঠবে এফএ কাপের ফাইনালে? আজ যে জিতবে, ফাইনালে লড়বে চেলসি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার সেমিফাইনালজয়ীর সঙ্গে।
ভোট দিয়ে জানিয়ে দিন আপনার মতামত।