ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সিই পরবেন রোনালদো
ব্যাপারটা নিয়ে কিছুটা সন্দেহ ছিল। জুভেন্টাস ছেড়ে নিজের পুরোনো ডেরা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কি তাঁর ‘সিআর-৭’ উপমা ধরে রাখতে পারবেন? ৭ নম্বর জার্সি না পেলে এই উপমার যথার্থতা ফুটে ওঠে কীভাবে? ইউনাইটেডে যে ৭ নম্বর জার্সি এডিনসন কাভানির! কিন্তু সেই সন্দেহের সমাপ্তি টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেডই। টুইট করে ক্লাবটি জানিয়েছে, ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়া হচ্ছে পর্তুগিজ তারকাকেই।
কীভাবে সম্ভব হলো এটি? খুব সহজে যে হয়েছে, সেটি বলা যাবে না। ইংলিশ ফুটবলের নিয়মের মধ্যে পুরো বিষয়টি হলেও এতে কিছুটা কৌশল খাটাতে হয়েছে। রোনালদো ইউনাইটেডে সই করার আগেই কাভানিকে ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছিল। প্রিমিয়ার লিগের নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড়কে নির্দিষ্ট একটা জার্সি দেওয়ার মানে সেটি নথিভুক্ত করে ফেলা। সেই জার্সি পরেই তাঁকে খেলতে হবে গোটা মৌসুম। যদি কোনো ফুটবলার জার্সি পাওয়ার পর মৌসুমের মাঝখানে ক্লাব ছেড়ে চলে যান, তবেই কেবল সেই জার্সি হাতবদল হতে পারে।
ম্যানচেস্টার যে কৌশল খাটিয়েছে, সেটি হচ্ছে দলের ২১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ড্যানিয়েল জেমসকে ছেড়ে দিয়েছে তারা। উরুগুয়ে জাতীয় দলে কাভানি ২১ নম্বর জার্সি পরে খেলেন। তাই ইউনাইটেডে তাঁর ২১ নম্বর পরতে আপত্তি নেই। এখন কাভানিকে ২১ দিয়ে রোনালদোকে দেওয়া হবে তাঁর প্রিয় জার্সি নম্বর ৭।
ওল্ড ট্র্যাফোর্ডে খেলেই আজকের বড় তারকা হয়ে ওঠা রোনালদোর। নিজ দেশের ক্লাব স্পোর্তিংয়ে ক্যারিয়ার শুরুর এক বছরের মাথাতেই ২০০৩ সালে রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি পেয়ে যান ডেভিড বেকহামের ছেড়ে যাওয়া ৭ নম্বর জার্সিটি। এরপর ২০০৯ সালে সে সময়কার রেকর্ড ট্রান্সফার ফিতে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে প্রায় সবকিছু জিতে রোনালদো নতুন চ্যালেঞ্জ নিতে ২০১৮ সালে যান ইতালির তুরিনে, জুভেন্টাসে খেলতে। রিয়াল, জুভেন্টাস—দুই ক্লাবেই তিনি ৭ নম্বর জার্সি পরেছেন। এক যুগ পর ফিরেছেন নিজের পুরোনো ক্লাবে। আবারও ৭ নম্বর জার্সিতে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সিটি যথেষ্ট মহিমান্বিত। এ জার্সি পরে ‘রেড ডেভিল’দের অনেক কিংবদন্তি তারকাই খেলেছেন। তাঁদের মধ্যে আছেন—জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহাম। ১১ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন করে অভিষেক হতে পারে রোনালদোর। সেদিন নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচেই ৭ নম্বর জার্সিতে আবার দেখা যেতে পারে তাঁকে।