ম্যাচ পাতানোর অভিযোগের ব্যাখ্যা চেয়েছে বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দুটি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগে আরামবাগ তিনটি ও ব্রাদার্স এমন দুটি ম্যাচের সঙ্গে জড়িত বলে অভিযোগ। এ বিষয়ে ক্লাব দুটির কাছে ব্যাখ্যাও চেয়েছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম জানান, ‘প্রিমিয়ার লিগের দুটি দল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের কাছ থেকে পাতানো খেলা, স্পট ফিক্সিং এবং অনলাইন বেটিং–সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়েছি। এ বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছি। আরামবাগ ও ব্রাদার্স সম্পর্কে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকায় সে বিষয়ে কিছু ব্যাখ্যা চেয়েছি। আরও সুনির্দিষ্ট কিছু বিষয়ে আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরবর্তীতে ম্যাচ শনাক্তকরণ—এ বিষয়গুলো নিয়ে কাজ করব। আমরা এখন আরামবাগ ক্রীড়া সংঘের ৩টি ও ব্রাদার্সের ২টি মোট ৫ ম্যাচ নিয়ে কাজ করছি।’
যে পাঁচ ম্যাচ নিয়ে অভিযোগ:
আরামবাগ
১৭ জানুয়ারি: আরামবাগ ক্রীড়া সংঘ বনাম মোহামেডান স্পোর্টিং
৯ ফেব্রুয়ারি: শেখ রাসেল বনাম আরামবাগ
১৩ ফেব্রুয়ারি: আরামবাগ বনাম ঢাকা আবাহনী
ব্রাদার্স
১৯ জানুয়ারি: ব্রাদার্স ইউনিয়ন বনাম ঢাকা আবাহনী
২৩ জানুয়ারি: বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন
* ঢাকার ক্লাব ফুটবলের অনলাইন বেটিং নিয়ে কাল বিস্তারিত পড়ুন কাল ছাপা সংস্করণে