মৌসুম শেষেই জুভেন্টাস ছাড়বেন বুফন

জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।ছবি: টুইটার

ইতালির চিরসবুজ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমরা চক্রের শেষ মাথায় পৌঁছে গেছি।’

পিএসজিতে এক মৌসুম কাটিয়ে ২০১৯ সালে জুলাইয়ে ‘তুরিনের বুড়ি’দের ডেরায় ফেরেন ৪৩ বছর বয়সী গোলরক্ষক। জুনে জুভেন্টাসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ইতালি জাতীয় দল থেকে ২০১৮ সালে অবসর নেওয়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই গোলরক্ষকের।

যে বয়সে অনেকে কোচিং মনোযোগ দেন কিংবা অন্য পেশা বেছে নেন, বুফন সে বয়সে আগলে যাচ্ছেন দলের গোলপোস্ট। চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে ৭ ম্যাচ খেলে ৩ ম্যাচে কোনো গোল হজম করেননি বুফন।

দলকে এবার কোপা ইতালিয়ার ফাইনালে উঠতেও সাহায্য করেছেন জুভেন্টাসে প্রথম মেয়াদে ১৭ বছর কাটানো এ গোলরক্ষক। ১৯ মে কোপা ইতালিয়ার ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে জুভেন্টাস—প্রিয় ক্লাবের হয়ে এটাই হবে সম্ভবত বুফনের শেষ ম্যাচ।

সিরি ‘আ’তে টানা ৯ মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ইন্টার মিলানের সঙ্গে আর পেরে ওঠেনি জুভেন্টাস। শুধু কী তাই, চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনেও লড়াই করতে হচ্ছে আন্দ্রেয়া পিরলোর দলকে।

৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে জুভেন্টাস। মৌসুম শেষে ক্লাব ছাড়ার প্রসঙ্গে বিইন স্পোর্টসকে বুফন বলেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে আগেই ভেবে রেখেছি। জুভেন্টাসের সঙ্গে এই দীর্ঘ ও সুন্দর অভিজ্ঞতা বছর ফুরোলেই শেষ হবে। হয় আমি অবসর নেব কিংবা যদি খেলার মতো প্রেরণা পাই, নতুন অভিজ্ঞতার সুযোগ থাকে—তাহলে ভেবে দেখব।’

বুফন মনে করেন, ‘জুভেন্টাসকে আমি সর্বস্ব নিংড়ে দিয়েছি। বিনিময়ে সবকিছুই পেয়েছি, এর চেয়ে বেশি সম্ভব না। আমরা একটি চক্রের শেষ মাথায় পৌঁছে গেছি।’ দেশ ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ১ হাজারের বেশি পেশাদার ম্যাচ খেলেছেন বুফন।

২০০১ সালে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে বুফনকে পার্মা থেকে কিনেছিল জুভেন্টাস। ১৭ বছর টিকে ছিল এই রেকর্ড। তুরিনের ক্লাবটিতে প্রথম মেয়াদে সাড়ে ছয় শর বেশি ম্যাচ খেলেছেন বুফন।

১০বার ক্লাবটির হয়ে লিগ শিরোপা জিতলেও কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। জুভেন্টাস এর মধ্যে তিনবার ফাইনালে উঠলেও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে বুফনকে। সব মিলিয়ে জিতেছেন ২১টি ট্রফি।

সিরি ‘আ’তে সবচেয়ে বেশি ৬৫৬ ম্যাচ খেলার রেকর্ড গড়া বুফন এ মৌসুমে জুভেন্টাসের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন, ‘আমরা ধারাবাহিকতার অভাবে ভুগেছি। বড় দলের বিপক্ষে পাল্লা দিয়ে লড়লেও কম শক্তিশালী দলের বিপক্ষে বোকার মতো পয়েন্ট হারিয়েছি।’ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সুসম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

জুভেন্টাসের দলীয় পারফরম্যান্সের কারণে রোনালদোকেও তাঁর চিরচেনা ছন্দে দেখা যায়নি বলে মনে করেন বুফন, ‘সে সব সময় অনেক গোল করে এসেছে। কয়েক বছর ধরেই করছে। দল গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ করলে খেলোয়াড়ও প্রেরণা পায়। এটা না ঘটলে সেই খেলোয়াড়ের পারফরম্যান্সেও প্রভাব পড়ে।’