মেয়েদের কঠিন পরীক্ষা ভিয়েতনামের বিপক্ষে
>এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে আগের ম্যাচগুলোয় প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই জিতেছে বাংলাদেশের মেয়েরা। আজ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটিতে আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
টুর্নামেন্টের শুরু থেকেই গ্রুপ সেরার প্রশ্নে বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল ভিয়েতনামকে। বলা হচ্ছিল, দুই দলের লড়াইয়েই ঠিক হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের পরবর্তী রাউন্ডে কারা যাবে। সব অনুমানই মিলে গেছে। আজ কমলাপুর স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ দিনে বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ-ভিয়েতনাম গ্রুপ-সেরা নির্ধারণী লড়াই।
আজ ড্র করলেই চলত বাংলাদেশে, যদি বাংলাদেশ দল পরশু আরব আমিরাতকে হারাতে পারত ৮-০ গোলে। কিন্তু বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৭-০ গোলে। ভিয়েতনামও ওই দিন ৭-০ গোলে হারায় লেবাননকে। এতে দুই দলের তিন ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ৯। কোনো গোল না খেয়ে দুই দলই গোল করেছে সমান ২৫টি।
ড্র হলে দুই দলের পয়েন্ট, গোল, মুখোমুখি লড়াইয়ের ফল সব সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে ৯০ মিনিট শেষে টাইব্রেকারের মাধ্যমে বেছে নেওয়া হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
জয়ী দল ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যাবে। রানার্সআপ হলেও সুযোগ থাকবে। তবে ছয় গ্রুপের ছয় রানার্সআপের সেরা দুটি দলই সুযোগ পাবে পরের রাউন্ডে যাওয়ার।
এর আগে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছিল বাংলাদেশ। গতবারের চেয়ে এবার দলসংখ্যা বেড়েছে বাছাইপর্বে। তাই গত আসরের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হলেই চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ থাকছে না। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দলকে খেলতে হবে দ্বিতীয় রাউন্ডে।