মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি খুঁজে নিল বার্সা

মেসি বার্সা ছাড়লেন, তাঁর জার্সির উত্তরসূরিও খুঁজে নিয়েছে বার্সাছবি: রয়টার্স

১৬ বছর বয়সে লা লিগায় অভিষিক্ত হয়ে হইচই ফেলে দিয়েছিলেন আনসু ফাতি। তখন থেকেই নেমেছেন বয়সের সঙ্গে গোলের রেকর্ড ভাঙাগড়ার খেলায়। দেখা যাচ্ছে, বার্সেলোনার জার্সিতে গোল করলেই কনিষ্ঠতম গোলের নানা রেকর্ডে নাম চলে আসে গিনি বিসাউতে জন্ম নেওয়া এই তারকার।

১৭ বছরে পা রাখার আগেই বার্সেলোনার হয়ে করেছিলেন জোড়া গোল। ১৮ বছর বয়সে পা রাখার আগেই জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। ইউরোপিয়ান নেশনস কাপে ইউক্রেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে স্পেন জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ তারকা হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন ফাতি।

বলা হচ্ছিল, মেসির পর বার্সার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমি থেকে আক্রমণভাগে এমন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসেনি। ফাতির সে প্রতিভারই কদর আনুষ্ঠানিকভাবে করল বার্সেলোনা। মেসির ফেলে যাওয়া ১০ নম্বর জার্সিটার অধিকার দিয়েছে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

দলের সবচেয়ে ভালো, আক্রমণভাগের সবচেয়ে সৃষ্টিশীল খেলোয়াড়ের গায়ে থাকে ১০ নম্বর জার্সি। বার্সেলোনায় এতকাল যা ছিল লিওনেল মেসির।

বার্সার নতুন ১০ নম্বর ফাতি
ছবি: বার্সার টুইটার

আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগে সেই ১০ নম্বর জার্সি পরে ন্যু ক্যাম্প মাতিয়েছেন রোনালদিনিও। তাঁরও আগে জার্সিটা গায়ে চাপিয়েছেন রিভালদো ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিরা।

তালিকায় আরও আছেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকেলমে (২০০২-০৩), ফিনিশ স্ট্রাইকার ইয়ারি লিতমানেন (১৯৯৯-০০), ব্রাজিলিয়ান মিডফিল্ডার জিওভান্নি (১৯৯৬-৯৭) ও স্প্যানিশ উইঙ্গার আনহেল কেলার (১৯৯৫-৯৬)। ফাতির ওপর কেমন পাহাড়সম চাপ, বুঝছেন তো?

গ্রীষ্মকালীন দলবদল শেষে বার্সার এই মৌসুমের চূড়ান্ত দল
ছবি: বার্সার টুইটার

এর আগে ২২ আর ১৭ নম্বর জার্সি পরেছিলেন ফাতি। মেসি চলে যাওয়ার পর বলা হচ্ছিল, অন্তত এই মৌসুমে ১০ নম্বর জার্সিটা কাউকে দেবে না বার্সেলোনা। আবার বিচ্ছিন্ন বেশ কিছু খবরে শোনা যাচ্ছিল সের্হিও আগুয়েরো, ফিলিপ কুতিনিওদের নাম। এমনকি ১০ নম্বরের উত্তরাধিকার হিসেবে ঠারেঠোরে মার্টিন ব্রাথওয়াইটের নামও আসছিল আলোচনায়।

কিন্তু বার্সেলোনা ১০ নম্বর জার্সির জন্য আগুয়েরো-কুতিনিওদের অভিজ্ঞতা নয়, বরং ফাতির প্রতিভাকেই গুরুত্ব দিল।