মেসির বাবার দাবি, তাঁর ছেলের অডিও আলাপটি ভুয়া
লিওনেল মেসির ভবিষ্যৎ তাহলে ম্যানচেস্টার সিটির সঙ্গেই? তবে এ নিয়ে ভুয়া খবরও বের হচ্ছে।
এমন সম্ভাবনার কথা কালই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে নাকি বেশ ক’বার ফোনালাপ করে ফেলেছেন লিওনেল মেসি।
শুধু তাই নয়, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলেছেন, মেসি যেতে পারেন সিটিতে। এ সম্ভাবনাটা আরও উসকে দিয়েছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। নিজেদের প্রতিবেদনে মেসির একটি অডিও প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এ নিয়ে শোরগোল শুরু হওয়ার পর বার্সা তারকার বাবা হোর্হে মেসির দাবি এ অডিও আলাপটি ভুয়া।
বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবকে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মেসি এখনো কোনো কথা বলেননি। এর মধ্যে কাল ‘লা নাসিওন’ মেসির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ৩৯ সেকেন্ডের একটি অডিও আলাপ প্রকাশ করা হয়।
সূত্রটির বরাত দিয়ে বলা হয় এই উদ্ধৃতি মেসির, ‘আন্তোনেল্লার সঙ্গে কথা বলেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। খারাপ লাগছে কিন্তু এখানেই শেষ, আমার মনে হয় চক্র পূরণ হয়েছে। সিটিতে যাওয়ার ব্যবস্থা করতে অবশ্যই পেপের সঙ্গে কথা বলব। আমি যা চাই তার সঙ্গে ওরা মানানসই।’
মেসিকে কেনার দৌড়ে সিটি বাকিদের চেয়ে এগিয়ে—এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু ইনস্টাগ্রামে মেসির বাবার দাবি সংবাদমাধ্যমটি তাঁর ছেলের যে উদ্ধৃতি প্রকাশ করেছে তা ভুয়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। হোর্হে মেসির দাবি, ‘এটা মিথ্যা। এমন কোনো কথা সে বলেনি। এটা কোনো জালিয়াতের কাজ।’
শুধু তাই নয় স্প্যানিশ রেডিও ‘ওন্দা চেরো’র ক্রীড়া বিভাগের প্রধান আলফ্রেডো মার্তিনেজ একটা টুইটে নিশ্চিত করেন ‘লা নাসিওন’-এ মেসির যে উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে তা ভুয়া, ‘সারা দিন ধরে মেসির একটি অডিও ঘুরছে। এটি ভুয়া। ভুল করবেন না। অডিওটি বানানো।’
তবে এখন যে অবস্থা, তাতে মেসিকে পাওয়ার দৌড়ে যদি কেউ সবচেয়ে এগিয়ে থাকে, সেটা সিটিই। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। আর্জেন্টাইন তারকাকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে, সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।
মেসিকে দলে আনার চুক্তিতে সিটি যদি জেসুসকে অন্তর্ভুক্ত করে, তাহলে বার্সার স্ট্রাইকার সংক্রান্ত সমস্যারও সমাধান হয়। সুয়ারেজের উত্তরসূরি কে হবেন, সেটাও জানা যায়।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবেস্পোর্তে জানিয়েছে জেসুসের প্রতি বার্সার আগ্রহের কথা। এদিকে ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।