মেসির জন্মদিনেও ৭০০ হলো না
এক গোল হলেই মাইলফলক ছুঁয়ে ফেলতেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ক্যারিয়ারের ৭০০তম গোল হয়ে যেত তার। নিজের জন্মদিনটা হত আরও রঙিন। আজ ন্যু ক্যাম্পে নিজের চেনা–পরিচিত মাঠে কাজটা সহজই ছিল। কিন্তু গত ম্যাচের মতো আজও গোল করতে ব্যর্থ হলেন মেসি। সব কিছু থেকেই বঞ্চিত হন সেতিয়েনের প্রিয় শিষ্য।
ম্যাচ অবশ্য জিতেছে বার্সেলোনাই। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১–০ গোলের জয় পেয়েছে স্বাগতিকেরা। বার্সেলোনার হয়ে গোল করেছেন ইভান রাকিটিচ।
স্কোরলাইন ০–০ রেখেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বলের দখলে বার্সেলোনা অনেক এগিয়ে থাকলেও দুই দলই গোলের সুযোগ পায়। বিলবাওয়ের উইলিয়াম সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। লেংলে ও পিকেকে ফাঁকি দিয়েও শট নেন পোস্টের বাইরে। এরপর বল জালে জড়াতে ব্যর্থ হন আলভারেজ। ফ্রি–কিক থেকে হাওয়ায় ভাসানো বলে তার হেড ঠিকঠাক লাগলে গোল পেতে পারত অতিথিরা। বার্সেলোনার হয়ে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন মেসি–সুয়ারেজ দুজনই।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের একই হাল! গোলের দেখা নেই। বারবার গোলের সুযোগ হারান মেসি–সুয়ারেজরা। শেষতক গোলের গেরো খোলেন রাকিটিচ। খেলার ৭১তম মিনিটে ডি বক্সে বল পেয়ে বিলবাওয়ের রক্ষণ দেয়াল টপকাতে পারেননি মেসি। জটলা থেকে বল পেয়ে যান ফাঁকায় থাকা রাকিটিচ। খানিকটা এগিয়ে জায়গা করে বল জালে জড়াতে একটুও ভুল করেননি বার্সেলোনা ক্রোয়েশিয়ান এই তারকা।
এ জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল কাতালানরা। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। ৩০ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।