২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেসিদের নিয়ে আমাজন প্রাইমের ওয়েব সিরিজ

এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল করেছেন লিওনেল মেসিছবি: এএফপি

বড় মঞ্চে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা-খরা ঘুচেছে গত বছর কোপা আমেরিকা জয়ে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবার লক্ষ্য কাতার বিশ্বকাপ।

কেমন করে আর্জেন্টিনা জিতল কোপা আমেরিকার ট্রফি, বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিটাই–বা কেমন হচ্ছে—সেসব গল্প নিয়ে এবার একটি ওয়েব সিরিজ আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে।

আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ‘স্টোরি অব লা আলবেসিলেস্তে’ নামের এ ডকুমেন্টারি সিরিজ আগামী ১০ জুলাই আমাজন প্রাইমে মুক্তি দেওয়া হবে।

ওয়েব সিরিজটিতে দেখা যাবে, কীভাবে লিওনেল মেসিরা নিজেদের কোপা জয়ের জন্য তৈরি করেছেন। কোচ লিওনেল স্কালোনি কীভাবে দলের মধ্যে কোপা জয়ের আত্মবিশ্বাসটা এনে দিয়েছিলেন। কীভাবে এই দলের মধ্যে ৩৬ বছর পর আবারও একটা বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

এই ছবিটা নিশ্চয়ই অনেকবার দেখবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জয়ের আনন্দ নিশ্চয়ই অন্যরকম। সতীর্থদের নিয়ে লা ফিনালিসিমা জয়ের শিরোপা হাতে মেসি
ছবি: রয়টার্স

শুধু কোপা নয়, থাকবে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব ও লা ফিনালিসিমা জয়ের অনেক পেছনের গল্পও। বিশ্বের ২৪০টি দেশের ফুটবলপ্রেমী দর্শকেরা দেখতে পারবেন সিরিজটি।

মুন্দো আলবেসিলেস্তে জানিয়েছে, ডকু সিরিজটিতে ড্রেসিংরুমের অনেক অদেখা ফুটেজ তো থাকবেই, থাকবে খেলোয়াড়দের একান্ত সাক্ষাৎকার এবং কোপা আমেরিকার ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে দেওয়া লিওনেল মেসির বিখ্যাত সেই বক্তব্যও। যে বক্তব্যের কথা এত দিন শুধু মেসির সতীর্থদের মুখেই শোনা গেছে।