মেসিদের ছেড়ে যাচ্ছেন তিনি
২০১৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথম গোলটা তাঁর পা থেকেই এসেছিল। গোল করে দলকে দিয়েছিলেন নিশ্চয়তা, এনে দিয়েছিলেন ম্যাচের লাগাম। ব্যাকফুটে চলে গিয়েছিল জুভেন্টাস। কালের পরিক্রমায় সেই ইভান রাকিতিচ এখন অপাঙেক্তয়।
কাতালান ক্লাব ছেড়ে আবার নিজের সাবেক ক্লাব সেভিয়ায় যোগ দিচ্ছেন তিনি।
দলবদলের জন্য এর মধ্যেই শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে তাঁর। যেকোনো মুহূর্তেই এসে যেতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে শালকে ০৪ ও সেভিয়ায় নাম কুড়ালেও বার্সেলোনায় নিজের পছন্দের জায়গায় কখনো খেলতে পারেননি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, ঐতিহ্যগতভাবে বার্সা এমন ছকে খেলায়, যেখানে প্রথাগত আক্রমণাত্মক মিডফিল্ডারের দরকার হয় না। ৪-৩-৩ ছকে বুসকেটসের একপাশে খেলতেন রাকিতিচ। ২০১৪-১৫ মৌসুমে এসেই সেস ফ্যাব্রিগাসের চার নম্বর জার্সিটা পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে রাকিতিচকে আনতে দুই কোটি ইউরোর মতো খরচ হয়েছিল বার্সার। প্রথম কয়েক মৌসুম ভালো খেললেও আস্তে আস্তে ফর্ম হারান এই তারকা। যার চূড়ান্ত ফল হিসেবে এবার ক্লাবই ছাড়তে হচ্ছে তাঁকে। আর্নেস্তো ভালভার্দের বা লুইস এনরিকের মতো কোচদের পছন্দের পাত্র রাকিতিচের দিন এখন ফুরিয়েছে।
নিজের সাবেক ক্লাবে অর্ধেকের বেশি কম বেতনে যোগ দিচ্ছেন ৩২ বছর বয়সী এই তারকা। বার্সায় থাকতে প্রতি মৌসুমে আশি লাখ ইউরো কামানো এই তারকা সেভিয়ায় উপার্জন করবেন প্রতি মৌসুমে ৩০ লাখ ইউরো করে। বার্সার জার্সি গায়ে অর্ধযুগে চারবার লিগ, কোপা দেল রে জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ। জানা গেছে, রাকিতিচ নিজেই ক্লাব ছেড়ে সেভিয়ায় ফিরতে চেয়েছিলেন। বার্সার এখন যে অবস্থা, এই টানাপোড়েনের মধ্যে থাকতে চাননি হয়তো। ভবিষ্যৎ নিয়ে চেয়েছিলেন নিশ্চয়তা।
সেভিয়ার সঙ্গে রাকিতিচের চুক্তিটা তিন বছরের।