মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কেমন হবে

আর্জেন্টিনার জার্সিতে মেসি আজ থাকছেন না মার্তিনেজদের সঙ্গেছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সমর্থকদের আর মাত্র ঘণ্টা সাতেকের অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ১৫ মিনিটে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু শুধু লিওনেল মেসিভক্ত হয়ে থাকলে আপনার জন্য দুঃসংবাদ, এই ম্যাচে মেসি থাকছেন না।

কিন্তু মেসি না থাকায়ই হয়তো অন্য আগ্রহ জাগে। মেসিহীন আর্জেন্টিনার একাদশ কেমন হবে? কে খেলবেন মেসির জায়গায়? দলের ছক একই রকম থাকবে, নাকি ছকই বদলে ফেলবে আর্জেন্টিনা। প্রশ্নগুলোর উত্তরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছে আর্জেন্টাইন ফুটবলবিষয়ক ওয়েবসাইট মুন্দোআলবিসেলেস্তে। তাদের খবর, মেসির জায়গায় পাওলো দিবালাকে নিয়েই নামবে আর্জেন্টিনা।

দিবালার পাশাপাশি এই ম্যাচে দলে ঢুকতে পারেন আয়াক্সের সেন্টারব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। রক্ষণের পাশাপাশি অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন মার্তিনেজ। আয়াক্সের জার্সিতে নিয়মিত মার্তিনেজকে নিয়ে এরই মধ্যে ইউরোপে অনেক দলের আগ্রহ তৈরি হয়েছে।

দিবালা-মার্তিনেজ সুযোগ পাচ্ছেন মেসি আর ক্রিস্টিয়ান রোমেরো না থাকায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জায়গা আগেই নিশ্চিত হয়ে গেছে বলে মেসির ক্লাব পিএসজি তাঁকে ছাড়তে চায়নি। ক্লাবের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আর্জেন্টিনা দল আর শেষ পর্যন্ত তাঁকে ডাকেনি।

কদিন আগে করোনার ধকল কাটিয়ে ওঠা মেসি এরই মধ্যে পিএসজির হয়ে নতুন বছরে মাঠে নেমেছেন, তবে রেঁসের বিপক্ষে সে ম্যাচে মেসি নেমেছিলেন বদলি হিসেবে। আগামী সোমবার ফরাসি কাপে নিসের বিপক্ষে ম্যাচে মেসি পিএসজির একাদশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

এদিকে আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয় এবং বিশ্বকাপ বাছাইপর্বে ছুটে চলার পথে রক্ষণে দারুণ ভরসা জোগানো রোমেরো চোটের কারণে আছেন মাঠের বাইরে। গত নভেম্বরে ঊরুর মাংসপেশির চোট নিয়ে যে মাঠ ছেড়েছেন, এখনো ফিরতে পারেননি। এবারের রাউন্ডে বাছাইপর্বের দুই ম্যাচে তাঁর জায়গায় তাই লিসান্দ্রো মার্তিনেজকে বাজিয়ে দেখবে আর্জেন্টিনা।

দে পল থাকবেন আর্জেন্টিনার মাঝমাঠে
ছবি: টুইটার

তবে এই ম্যাচে সবচেয়ে বেশি নজর সম্ভবত থাকবে দিবালার ওপরই। সেটি শুধু মেসির অভাব তাঁকে পূরণ করতে হবে বলেই নয়। মেসি আর তাঁর খেলার ধরন একই, দুজন মাঠের একই জায়গায় খেলেন...সব মিলিয়ে মেসি-দিবালাকে আর্জেন্টিনা দলে একসঙ্গে দেখা যায় খুব কম।

কিন্তু মেসি যখন কোনো কারণে ছিলেন না, তখনো যে দিবালা খুব আলো ছড়াতে পেরেছেন এমন নয়। সে কারণে আজকের ম্যাচে মেসিহীন আর্জেন্টিনার আক্রমণে তিনি কীভাবে নেতৃত্ব দেন, সেটিই এখন দেখার। এর আগে সর্বশেষ যে ম্যাচে মেসি খেলতে পারেননি, নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের সে ম্যাচে অবশ্য আনহেল দি মারিয়ার গোলটি গড়ে দিয়েছিলেন দিবালাই!

এবারের রাউন্ডে আগামীকাল চিলির বিপক্ষে ম্যাচের পর আগামী ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে আজকের ম্যাচটি অবশ্য আর্জেন্টিনার জন্য কঠিনই হতে পারে।

করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচে থাকবেন না আর্জেন্টিনা কোচ স্কালোনি
ছবি: টুইটার

বাছাইপর্বে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১০ দলের পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা চিলি এই ম্যাচে জিততে এতটাই মরিয়া যে ম্যাচের ভেন্যু বদলে নিয়ে গেছে মরু অঞ্চল কালামার এস্তাদিও জোরোস দেল দেসিয়ের্তোতে। চিলি মরিয়া তো হবেই, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চার দল সরাসরি যায় বিশ্বকাপে, পঞ্চম দল খেলে প্লে-অফ। চারে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৪ ম্যাচে ১৭। আর্জেন্টিনা ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

সব মিলিয়ে সর্বশেষ ২৭ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনার জন্য এ ম্যাচে তাই হার এড়ানোও খুব কঠিন হতে পারে। তার ওপর আর্জেন্টিনার জন্য আরও বড় ধাক্কা, করোনা পজিটিভ হওয়ায় এ ম্যাচে ডাগআউটে থাকছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণ: মলিনা, ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, আকুনিয়া
মাঝমাঠ: দে পল, পারেদেস, লো সেলসো
আক্রমণভাগ: দিবালা, লওতারো মার্তিনেজ, দি মারিয়া