মেসি-কোমানের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তায় লাপোর্তা

কোচ রোনাল্ড কোমানের সঙ্গে মেসিfফাইল ছবি: রয়টার্স

চুক্তির মেয়াদ এখন শেষ হয়নি লিওনেল মেসির। বার্সেলোনার সঙ্গে কাগজ-কলমে এখনো সম্পর্ক টিকে আছে এই ক্লাব অধিনায়কের। চাইলেই অবশ্য অন্য কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারবেন। তবে জানুয়ারিতেই মেসি বার্সাকে আশ্বস্ত করে রেখেছিলেন এই বলে যে মৌসুম শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তার আগে অন্য কোনো ক্লাবের সঙ্গে কথা বলবেন না। মৌসুম যত এগিয়েছে, মেসির চুক্তি নবায়নের সম্ভাবনা তত বেড়েছে। হতাশা কাটিয়ে বার্সেলোনাকে এ মৌসুমে কোপা দেল রে ট্রফির স্বাদও দিয়েছেন।

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে মেসি এখন আছেন আর্জেন্টিনায়। তবে তাঁর চুক্তি নবায়ন নিয়ে কাজ থেমে নেই। ওদিকে চুক্তির মেয়াদ থাকলেও আগামী মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোমান থাকবেন কি না, এ নিয়ে সন্দেহ আছে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে কথা বলতে হয়েছে কোচ ও অধিনায়ক—দুজনকে নিয়েই। মেসির ব্যাপারে আশার কথা শোনালেও কোমানের ব্যাপারে এখনো দ্বিধান্বিত লাপোর্তা।

মেসি।
ফাইল ছবি: রয়টার্স

দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর অনেকবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন লাপোর্তা। তবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন আজই প্রথম করলেন। সেখানেই মেসি ও কোমানের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের সব কৌতূহল মেটানোর চেষ্টা করেছেন লাপোর্তা। বার্সা সভাপতি মেসির চুক্তি নবায়ন নিয়ে আশা জাগিয়েছেন, ‘মেসির (চুক্তি নবায়নের) ব্যাপারটা ভালোই এগোচ্ছে, কিন্তু এখনো শেষ হয়নি। মেসি খুব করেই বার্সেলোনায় থাকতে চান। নিজেদের পক্ষে যতটা সম্ভব আমরা সেটা করছি।’

গত মৌসুমে বার্সেলোনা ছাড়তে চাওয়া মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছিল বেশ কিছু ক্লাব। তাঁর বেতন চিন্তা করলে অবশ্য সম্ভাবনা শুধু পিএসজি ও ম্যানচেস্টার সিটিরই ছিল। লাপোর্তা জানেন, মেসিকে পেতে সবকিছু করতে চায় এসব দল, ‘আমরা জানি ওকে পেতে চায় অনেকেই, আমাদের ভালো ধারণা আছে এ নিয়ে। দুই পক্ষ থেকেই যা দরকার, সেটা করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই ক্লাবের পক্ষে (আর্থিকভাবে) সম্ভব, এমন কিছু করেই ওকে ধরে রাখার চেষ্টা হবে।’

মেসি অবশ্য সব সময়ই বলে এসেছেন, বার্সেলোনায় তাঁর থাকা না থাকা নির্ভর করবে বার্সার নতুন সভাপতি ক্লাবকে আবার চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল বানাতে কী পরিকল্পনা নেন, তার ওপর। মেসিকে সামর্থ্য অনুযায়ী বেতন দেওয়ার পাশাপাশি সে ‘প্রজেক্ট’ তৈরি করতে লাপোর্তা যে সর্বোচ্চ চেষ্টা করবেন, সেটাও সবার জানা। কিন্তু কোচ কোমানের ক্ষেত্রে তাঁর সে চেষ্টা থাকবে কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।
ছবি: রয়টার্স

এমনিতেই স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, দুদিন আগে কোমানের সঙ্গে বৈঠকে লাপোর্তা কোমানকে সরাসরি জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমের কোচ হিসেবে তিনি ক্লাবের প্রথম পছন্দ নন। কিন্তু বিকল্প হিসেবে একেবারে খুব পছন্দ, এমন কাউকেও পাচ্ছেন না লাপোর্তা। বার্সেলোনার সঙ্গে ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার ও বর্তমানে কাতারের ক্লাব আল-সাদের কোচ জাভির নাম জড়িয়ে গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু তিনি এখনই কতটা কী করতে পারবেন, এ ব্যাপারে লাপোর্তা পুরোপুরি নির্ভরতা পাচ্ছেন না। বার্সেলোনার যুবদল বার্সা ‘বি’-র কোচ গার্সিয়া পিমিয়েন্তার খেলানোর ধরন বার্সা ঘরানার, কিন্তু তাঁকে কোচ করা মানে বাজি ধরা। লাপোর্তা এই মুহূর্তে বাজি নয়, মোটামুটি সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন, আবার বার্সাকে বোঝেন এমন কোনো কোচই চাইছেন।

নতুন গুঞ্জন, লাপোর্তা ‘বড় দাও’ মারতে চাইছেন। তিনি পেপ গার্দিওলাকে ফেরাতে চান। বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা এবার দলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠিয়েছেন। আগামীকালের সে ফাইনালে চেলসির বিপক্ষে গার্দিওলার ম্যান সিটি জিতে গেলে গার্দিওলাকে বার্সায় ফেরানোর জোর চেষ্টা চালাবেন লাপোর্তা, এমনটাই শোনা যাচ্ছে। যদিও ইংল্যান্ডে আবার গুঞ্জন, চ্যাম্পিয়নস লিগ জিতলেও গার্দিওলা এখনই সিটি ছাড়বেন না।

ইংলিশ ক্লাবটিতে গার্দিওলার চুক্তিও আছে আরও দুই মৌসুম, অর্থাৎ ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। সে ক্ষেত্রে এবার আনা সম্ভব না হলে আগামী মৌসুমে আবার গার্দিওলার দিকে হাত বাড়াতে পারেন লাপোর্তা। আর তেমন হলে কোমানকে আরেক মৌসুম রেখে দেওয়া হবে। প্রসঙ্গত, কোমানকে এখন বরখাস্ত করতে গেলে তাঁর ক্ষতিপূরণ হিসেবে বার্সার খরচ হবে ৭.৫ মিলিয়ন বা ৭৫ লাখ ইউরো। কোচ বদলের ক্ষেত্রে এটিও মাথায় রাখতে হচ্ছে লাপোর্তাকে। বার্সার আর্থিক অবস্থা এখন ভীষণ সঙিন কিনা!

বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান।
ফাইল ছবি: এএফপি

এদিকে লাপোর্তার সঙ্গে আলোচনার পর কোমান গতকাল প্যানিক অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও লাপোর্তার দাবি, কোমানের সঙ্গে তাঁর আলোচনায় এমন দুশ্চিন্তা করার মতো কিছু বলা হয়নি, ‘আমাদের কথা হয়েছে এবং আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর চুক্তিতে এখনো এক বছর বাকি আছে। গতকাল তাঁর স্বাস্থ্যগত সমস্যা দেখা যাওয়ায় হাসপাতালে নিতে হয়েছে কিন্তু তিনি এখন ভালো আছেন।’

বার্সেলোনা–সংশ্লিষ্ট অনেকেই কোমানকে আরও কিছুদিন বার্সেলোনায় দেখতে চান। গত মৌসুমে বড় ম্যাচগুলোয় ভালো ফল না পেলেও, দলকে গুছিয়ে আনার কাজটা করেছেন কোমান। ধীরে ধীরে শিরোপা জেতার মতো একটা দল গঠন করতে পারবেন কোমান, এটাই আশা করেন অনেকে। যদিও লাপোর্তার দাবি, বার্সেলোনায় এভাবে ধীরে ধীরে পুনর্গঠনের সময় পাওয়া সম্ভব নয়, ‘বার্সেলোনায় পালাবদলের মৌসুম বলে কিছু নেই। পেশাদার হিসেবে কোমানকে আমরা যেহেতু অনেক শ্রদ্ধা করি, আমরা বলেছি মৌসুমের শেষেই তাঁর পারফরম্যান্স বিবেচনা করব।’

এরপর লাপোর্তা যা বলেছেন, সেটা কোমানের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিচ্ছে, ‘এ প্রকল্পের সঙ্গে জড়িত সবার কাছে গ্রহণযোগ্যতা ও বোঝাপড়া আশা করছি। আমি কী ভাবছি, সেটা রোনাল্ডকে বলতে পারি, তিনিও সেটা করতে পারেন। সব সময় দুজনের মধ্যে সম্মান বজায় রেখেই কথা হয়। আমি তাঁকে যা বলার বলেছি; আমরা পারফরম্যান্স বিবেচনা করছি এবং মৌসুম কেমন গেল, দেখছি। আমাদের মধ্যে সরাসরি ও স্বচ্ছ সম্পর্ক আছে। তিনি এখন ক্লাবের কোচ, তাঁর চুক্তিতে এখনো এক বছর বাকি।’