ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে গোলের বান বইয়ে চলেছেন। তিন ম্যাচ খেলেছেন ম্যান ইউনাইটেডের জার্সিতে, তিন ম্যাচেই গোল করেছেন রোনালদো। ৩ ম্যাচে তাঁর গোল হয়ে গেছে ৪টি।
কিন্তু এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া লিওনেল মেসির এখনো গোল পাওয়া হয়নি নতুন ক্লাবের জার্সিতে।
এ পর্যন্ত পিএসজির জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন মেসি। গত ২৯ আগস্ট লিগে রেঁসের মাঠে পিএসজির জার্সিতে তাঁর অভিষেক। সেদিন ৬৬ মিনিটে মাঠে নেমেছিলেন।
এরপর পিএসজির জার্সিতে নেমেছেন গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুগার মাঠে। সেদিন ৯০ মিনিটই খেলেছেন, কিন্তু সেদিনও গোল আসেনি মেসির পায়ে।
আজ আবার পিএসজির জার্সিতে নামছেন মেসি। আজ আরেকটি ‘অভিষেক’ ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের। এই প্রথম পিএসজির জার্সিতে পিএসজির মাঠে নামছেন মেসি।
বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে লিগে লিওঁর বিপক্ষে নামবে পিএসজি। মেসির একাদশে থাকা প্রায় নিশ্চিত। আজ গোল পাবেন মেসি? পেলে কতটি?
পাঠক, আপনার মত জানিয়ে দিতে পারেন পোল-এ।