মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে ভাইয়ের মৃত্যু

পার্মায় যোগ দিয়েছিলেন প্রয়াত ফুটবলার জিউসেপ্পে পেরিনো।ছবি: টুইটার

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিন বছর আগে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভাই। তাঁর স্মরণে ফুটবল ম্যাচে খেলতে নেমে আরেক ভাইও পাড়ি জমিয়েছেন না–ফেরার দেশে, সেই ‘হার্ট অ্যাটাক’ হয়েই। মর্মান্তিক!

ইতালির নেপলসে গত বুধবার এই ঘটনা ঘটে। জিউসেপ্পে পেরিনো—নামটা অচেনা লাগাই স্বাভাবিক। ২৯ বছর বয়সী এ ফুটবলার খেলতেন ইতালির ক্লাব ফুটবলে। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন।

কিন্তু বর্তমানে সিরি ‘বি’-তে খেলা ক্লাবটির মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি। সে বছরই তাঁকে বেল্লারিয়া মারিনা ক্লাবে ধারে পাঠায় পার্মা। পরের বছর ভিগর লামেজিয়া ক্লাবেও ধারে খেলেন তিনি।

এই জিউসেপ্পে পেরিনোর ভাই রোক্কো ২০১৮ সালে সাইক্লিংয়ের সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর স্মরণেই ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন পেরিনো। প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় নিয়ে এ ম্যাচ আয়োজন করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাক হয় পেরিনোর। মাঠে চিকিৎসক দল ছুটে গেলেও কাজ হয়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও স্থানীয় কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে পার্মার টুইট, ‘জিউসেপ্পের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’

মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়ে ফুটবলারের মৃত্যুর ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ক্রুজেইরোয় খেলা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স অ্যাপোলিনারো গত জানুয়ারিতে পর্তুগালে একটি ম্যাচ খেলার সময় মাঠেই হার্ট অ্যাটাক হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।