২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মুলারের সব রেকর্ডই নিজের করে নেবেন লেভা?

গার্ড মুলারের আরও একটি গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন লেভাছবি: রয়টার্স

বুন্দেসলিগায় এক মৌসুমে ৪০ গোল—গার্ড মুলারের এই রেকর্ড কেউ কখনো ভাঙতে পারবে বলে মনে হয়নি কারও! মুলার রেকর্ডটি গড়েছিলেন ১৯৭১–৭২ মৌসুমে। এরপর ৪৮ বছর রেকর্ডটি ছিল অক্ষত। কিন্তু গত মৌসুমে ৪১ গোল করে মুলারের সেই রেকর্ড নিজের করে নিয়েছেন রবার্ট লেভানডফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মানির ফুটবলারদের মধ্যে মুলারের টানা গোল করার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন পোল্যান্ডের স্ট্রাইকার। এবার মুলারের আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লেভা। বুন্দেসলিগায় সর্বোচ্চ পাঁচ মৌসুমে ৩০ বা তার চেয়ে বেশি গোল এখন মুলার ও তাঁর।

বুন্দেসলিগায় কাল ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৪–০ গোলের জয়ে জোড়া গোল করেছেন লেভা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা গোলটি ছিল এ মৌসুমে তাঁর ৩০তম। সেটি দিয়েই মুলারকে ছুঁয়ে ফেলেছেন। এরপর আরও একটি গোল করেন লেভানডফস্কি। লিগের ৩১ গোলের সঙ্গে বাকি সব প্রতিযোগিতায় এ মৌসুমে আরও ১৪টি গোল করেছেন লেভানডফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৫।

জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার
ফাইল ছবি

বায়ার্নের সঙ্গে লেভানডফস্কির বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর আছে। চুক্তি অনুযায়ী ৩৩ বছর বয়সী লেভানডফস্কি যদি বায়ার্নে আরও একটা মৌসুম খেলে যান, হয়তো সেই মৌসুমেও ৩০টির বেশি গোল তিনি পেয়ে যাবেন। কারণ, তাঁর ছন্দে ভাটা পড়ার কোনো লক্ষণই যে নেই! আর তাই যদি হয়, মুলারের এ রেকর্ডও শুধুই নিজের করে নেবেন লেভানডফস্কি।