মন জিতে নিলেন গ্রিজমান!
>চ্যাম্পিয়নস লিগে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়েরা লাইন ধরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগ ‘অ্যানথেম’ শুনে থাকেন, এটাই রীতি। দুই দিন আগে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে এই রীতির ব্যত্যয় ঘটিয়ে ফরাসি স্ট্রাইকার আতোয়াঁ গ্রিজমান যা করলেন, রীতিবিরুদ্ধ কাজ করার জন্য সবাই তাঁর সমালোচনা করবেন কি গ্রিজমানের নামে ধন্যি পড়ে গেছে চারদিকে!
যুগ যুগ ধরে চ্যাম্পিয়নস লিগে এই রীতিটা চলে আসছে। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে পাশাপাশি দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ‘অ্যানথেম’ শুনবেন। সেদিন চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম মোনাকো ম্যাচের আগেও এই রীতি মেনেই সবাই দাঁড়িয়েছিলেন। ক্যামেরায় দেখা গেল, সবাই পাশাপাশি দাঁড়িয়ে হয় চুপচাপ অ্যানথেমটা শুনছেন, না হয় গুনগুন করে গাইছেন। প্রত্যেক খেলোয়াড়ের সামনে একজন করে ছোট শিশু দাঁড়িয়ে আছে, আনুষ্ঠানিক মাসকট হিসেবে। কিন্তু খেলোয়াড়দের নিজ নিজ মাসকটের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলেও অ্যাটলেটিকোর ফরাসি স্ট্রাইকার আতোয়ান গ্রিজমানের মাসকটের পেছনে গ্রিজমানকেই দেখা গেল না! কোথায় গেলেন তিনি?
দেখা গেল, চ্যাম্পিয়নস লিগের অ্যানথেম শোনার ‘রীতি ভঙ্গ’ করে গ্রিজমান তাঁর সঙ্গে মাসকট হিসেবে মাঠে প্রবেশ করা শিশুটির পায়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন পরম মমতায়! আর তা দেখে আশেপাশে অন্য খেলোয়াড়দের মাসকট হিসেবে আসা শিশুরা দাঁত বের করে হাসছে! বলা বাহুল্য, গ্রিজমানের মাসকটের মুখেও তখন বিশ্বজয়ের হাসি! আর হাসি থাকবে না-ই বা কেন? কয়জনের কপাল হয় জুতার ফিতা গ্রিজমানের মতো কোনো বিশ্বকাপজয়ীর কাছ থেকে বেঁধে নেওয়ার?
সেদিন ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গ্রুপ পর্বের এক ম্যাচ খেলতে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্প্যানিশ মিডফিল্ডার কোকের গোলে এগিয়ে যাওয়া অ্যাটলেটিকো ২৪ মিনিটে ব্যবধান বাড়ায়ে সেই গ্রিজমানের গোলেই। থিয়েরি অঁরির মোনাকোকে হারাতে অ্যাটলেটিকো মাদ্রিদের আর গোল করার প্রয়োজন পড়েনি।
কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে আলোচনা চলছে গ্রিজমানের এই ঘটনা নিয়ে। গ্রিজমান নিজেও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিওর নিচে এসে প্রচুর টুইটার ব্যবহারকারী কমেন্টের মাধ্যমে গ্রিজমানকে বাহবা দিয়ে গেছেন।