‘মধ্যমণি’ হয়েও কেন যেতে চান মেসি—ব্যাখ্যা চায় বার্সা
লিওনেল মেসির প্রতি কঠোর হচ্ছে বার্সেলোনা?
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে ইঙ্গিতটা তেমনই। মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর শুরুতে তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা করতে চেয়েছিল কাতালান ক্লাবটি। এএস জানিয়েছে, কাল রাত থেকে পাল্টে গেছে বার্সার দৃষ্টিভঙ্গি। মেসির সঙ্গে এখন আর আপস নয় কঠোর হতে চায় বার্সা।
আর্জেন্টাইন তারকা কেন বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানালেন, সেই ব্যাখ্যাটা মেসির কাছে চায় ক্লাব। এএস জানিয়েছে, মেসি-বার্সার ‘যুদ্ধ’টা শুরু হচ্ছে ঠিক এখান থেকে।
ক্লাবটি মনে করে, নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে নতুন মৌসুমের পরিকল্পনা সাজানো হয়েছিল মেসিকে কেন্দ্র করে। এরপরও আর্জেন্টাইন তারকা কেন বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানালেন, সেই ব্যাখ্যাটা মেসির কাছে চায় ক্লাব। এএস জানিয়েছে, মেসি-বার্সার ‘যুদ্ধ’টা শুরু হচ্ছে ঠিক এখান থেকে।
কাল সকালে জরুরি বৈঠকে বসেছিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, প্রধান নির্বাহী অস্কার গ্রাউ, ম্যানেজার হ্যাভিয়ের বোর্দাস ও মূল দলের টেকনিক্যাল সচিব র্যামন প্লানেস। শুরুতে তাঁরা নাকি নমনীয় ছিলেন মেসির প্রতি, সম্মানজনক বিদায় দেওয়ার ভাবনাটা ছিল বার্সার এসব কর্তাব্যক্তিদের। কিন্তু দিন গড়িয়ে চলার সঙ্গে এমন কিছু ঘটেছে যে কারণে আগের অবস্থান পাল্টে কঠোর হওয়ার পথে হাঁটছে বার্সা, জানিয়েছে এএস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসি যদি চলেই যেতে চায় তাহলে তাঁকে রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো দিয়েই যেতে হবে। নইলে ছাড়পত্র দেবে না বার্সা, প্রশাসনিকভাবে তারা অনড় থাকবে। তবে এসবই আপাত পরিকল্পনা, মেসি ক্লাবের কাছে নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করার আগে এমন পথে হাঁটতে চায় না ক্লাবটি। মেসির কাছে সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে গতকাল তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বার্তোমেউ। ক্লাব মনে করছে, মেসি প্রাতিষ্ঠানিক সংকটের সৃষ্টি করেছেন এবং তিনি প্রকাশ্যে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা না করা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাবে না বার্সা।
এএস জানিয়েছে, মেসিকে এভাবে ছাড়তে চায় না বার্সা। সে কারণেই তারা আর্জেন্টাইন তারকার সিদ্ধান্তের ব্যাখ্যা চায়।