ভবিষ্যৎ ঠিক না করেই রিয়ালকে বিদায় বেলের
গ্যারেথ বেলের পরবর্তী ঠিকানা কী, তা এখনো নিশ্চিত হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত করে দিয়েছেন ওয়েলসের ফরোয়ার্ড—রিয়াল মাদ্রিদে এখন তিনি সাবেক এক নাম! ৯ বছর পর স্পেনের রাজধানী মাদ্রিদ তথা প্রিয় ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেল। সেই ঘোষণা তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে।
৩২ বছর বয়সী ওয়েলসের ফরোয়ার্ড নিজের বিদায়ের ঘোষণা দিতে গিয়ে বলেছেন, ‘আমি এ বার্তাটা লিখছি আমার বর্তমান আর অতীতের সব সতীর্থ, কোচ, স্টাফ আর সমর্থক—যাঁরা আমাকে সব সময় সমর্থন জুগিয়ে গেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে।’
বেল এরপর সবাইকে বার্নাব্যুতে নিজের শুরুর দিকের কথা মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে বলেছেন বার্নাব্যুতে তিনি কী পেয়েছেন, ‘আমি এখানে ৯ বছর আগে একজন তরুণ হিসেবে এসেছিলাম। যে তরুণ রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন সত্যি করতে চেয়েছিল। আমি এখানে বিখ্যাত সাদা জার্সি আর আমার বুকের ওপরে থাকা ক্রেস্টটা জড়াতে এসেছিলাম। আমি এসেছিলাম সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে আর শিরোপা জিততে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ জিততে।’
স্বপ্ন কতটা পূরণ হয়েছে, সেটাও বলেছেন রিয়ালের হয়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি লা লিগাসহ ১৬টি শিরোপা জেতা বেল, ‘পেছন ফিরে আমি এখন বলতে পারি, স্বপ্ন সত্যি হয়েছে। আসলে যতটা চেয়েছি, তার চেয়ে বেশিই পেয়েছি। এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে আমি যা পেয়েছি, তা অনন্য এক অভিজ্ঞতা। এটা আমি কখনোই ভুলব না।’ এরপর যোগ করেন, ‘আমার জন্য এটা অনেক সম্মানের। সবাইকে ধন্যবাদ, আলা মাদ্রিদ (এগিয়ে যাও মাদ্রিদ)!’
বেলের পরবর্তী ঠিকানা কী, তা এখনো পরিষ্কার নয়। তবে ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকমের খবর অনুযায়ী, ওয়েলস ২০২২ বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা না পেলে সব ধরনের ফুটবল থেকেই অবসর নিতে পারেন বেল। এই মুহূর্তে স্পেনের আতলেতিকো মাদ্রিদ আর ইংল্যান্ডের কার্ডিফ সিটিসহ বেশ কয়েকটি ক্লাব বেলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বলেও খবর আছে।