ভবিষ্যতের ‘নেতা’ পেয়ে গেছে বাংলাদেশের ফুটবল

ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশের ফুটবলার তারিক কাজী (বাঁয়ে)ফাইল ছবি

ডেনমার্ক থেকে এসে জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন জামাল ভূঁইয়া। ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজীকে ছাড়াও এখন জাতীয় দল ভাবা যায় না। নতুন দায়িত্ব নিলেও জামাল ও তারিকের ব্যাপারে ভালোই জানা আছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার। নতুন এই স্প্যানিশ কোচের মুখে অধিনায়ক জামালের প্রশংসার কোনো কমতি নেই। তবে কাবরেরা মনে করেন, ডিফেন্ডার তারিক হবেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নেতা।

বর্তমান জাতীয় দলে প্রবাসী এ দুজনই। সাবেক কোচ জেমি ডে আরও কয়েক প্রবাসীকে ডেকে পরীক্ষা নিয়েছেন। কাবরেরা সেই পথে হাঁটবেন কি না, এর জবাবে কাবরেরা বলেন, ‘আমার হাতে এখন যারা আছে, আমি তাদের নিয়েই আপাতত ভাবতে চাই। প্রবাসীদের ব্যাপারে আমি বাফুফেকে দেখভাল করতে বলেছি। খেলোয়াড় ভালো হলে সবার জন্যই সুযোগ আছে।’

এরপরই জামাল ও তারিক প্রসঙ্গে কাবরেরার মন্তব্য, ‘জামাল ও তারিক দুজনে জাতীয় দলের জন্য বড় সম্পদ। তারিকের বয়স মাত্র ২১। এখনই সে অনেক পরিণত। আমি মনে করি, ভবিষ্যতে সে হবে বাংলাদেশের বড় তারকা। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তার মধ্যে।’ গত বছর জুনে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত অভিষেক হয় তারিকের। এর পর থেকেই জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অপরিহার্য হিসেবে। সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে চোটের কারণে দলে ছিলেন না তিনি।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে নতুন কোচ হাভিয়ের কাবরেরা
ছবি: প্রথম আলো

জাতীয় দলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন তারিক। প্রথাগত রাইটব্যাক হলেও তাঁকে বেশ কয়েকটি ম্যাচে খেলতে হয়েছে সেন্টারব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। সে বিষয়ও অজানা নয় কাবরেরার। একজন খেলোয়াড়ের কয়েকটি পজিশনে খেলতে পারাটা যেকোনো কোচের জন্যই ভালো। সেটিকে সুবিধাই দেখছেন কাবরেরা, ‘তারিক কৌশলগত দিক থেকে ভালো। শারীরিকভাবে শক্তিশালী। তাঁকে যেকোনো পজিশনে খেলানো যেতে পারে। সে রাইটব্যাক হিসেবে তো ভালোই, সেন্টারব্যাক হিসেবেও ভালো করবে।’

জাতীয় দলের নতুন কোচ কাবরেরা আরও অনেক বিষয়েই খোলামেলা কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। তাঁর পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি ছাপা হবে আগামীকাল ছাপা পত্রিকায়।