২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘ব্লু টিক’ ফিরে পেতে ইলন মাস্কের কাছে মাহরেজের আবেদন

ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান মিডফিল্ডার রিয়াদ মাহরেজছবি: রয়টার্স

ফুটবল, ক্রিকেট বা অন্য কোনো খেলা—এখন যেকোনো খেলার খেলোয়াড়দেরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রামে সরব উপস্থিতি। তাঁরা কী করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন—সব খবরই ভক্তদের জানিয়ে দেন ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মাধ্যমে।

তা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া’ অ্যাকাউন্টেরও তো কমতি নেই। এই ধরুন, ক্রিস্টিয়ানো রোনালদো বা নেইমার অথবা লিওনেল মেসি—তাঁদের নাম আর ছবি দিয়ে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে অনেকেই আইডি খুলে রেখেছেন। কীভাবে বুঝবেন, আসল রোনালদো, নেইমার বা মেসির আইডি কোনটি?

ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম এটা চেনার একটা ব্যবস্থা করে অবশ্য রেখেছে। সবদিক যাচাই–বাছাই করে আসল লোকের আইডি ভেরিফায়েড করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ। রোনালদো, নেইমার বা মেসির ইনস্টাগ্রাম–ফেসবুক আইডির পাশে এ কারণেই ‘ব্লু টিক’ থাকে।

নীল টিকচিহ্ন দেওয়া ছিল ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রিয়াদ মাহরেজের টুইটার আইডিতেও। কিন্তু ৩০ লাখ অনুসারীর মাহরেজের আইডি থেকে টুইটার সেই নীল টিক সরিয়ে নিয়েছে কোনো এক অজানা কারণে! সেই নীল টিক ফিরে পেতে টুইটারের নতুন মালিক ইলন মাস্কের কাছে আবেদন করেছেন মাহরেজ।

৩১ বছর বয়সী আলজেরিয়ান ফুটবলার গতকাল নিজের টুইটারেই মাস্কের কাছে আরজিটি জানান। ইলন মাস্ককে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘ভাই, আমার নীল টিক আমাকে ফিরিয়ে দিন!’ এটা লিখে তিনটি হাসির ইমোজিও দিয়েছেন মাহরেজ।
সপ্তাহখানেক আগে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা কিনে নেন মাস্ক।