ব্রাজিল তারকা, না বাবা—কার জার্সি নেবেন হরলান্ড

আজ থেকে আনুষ্ঠানিকভাবে সিটির হয়ে গেলেন হরলান্ডছবি : ম্যানচেস্টার সিটি ওয়েবসাইট

খবরের সত্যতা মিলেছিল আগেই। আর্লিং হরলান্ডকে দলে টানার ব্যাপারে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হয়ে আছে, কদিন আগে ম্যানচেস্টার সিটিই জানিয়েছিল।

কিন্তু দলবদলের বাজারে শুধু দাম ছাড়াও আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, যেসব নিয়ে দুই ক্লাব ও খেলোয়াড় ঐকমত্যে না পৌঁছালে দলবদল সম্পন্ন হয় না। তাই আজকাল প্রিয় ক্লাবের জার্সি গায়ে খেলোয়াড়ের ছবি বা ভিডিও না দেখলে অনেক সমর্থকই বিশ্বাস করতে চান না যে প্রিয় খেলোয়াড়টি আসলেই দলে যোগ দিয়েছেন।

আর্লিং হরলান্ড
ছবি : ম্যানচেস্টার সিটি ওয়েবসাইট

সমর্থকদের সেই ক্ষীণ সন্দেহও আজ দূর করেছে ম্যানচেস্টার সিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুক্ষণ আগে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে একরকম ঢাকঢোল পিটিয়েই জানিয়েছে, দলে যোগ দিয়েছেন হরলান্ড।

তবে ফুটবলভক্তদের শ্যেন দৃষ্টি এড়াতে পারেনি একটা বিষয়। হরলান্ডের জার্সির পেছনে কোনো নম্বর নেই। ফলে হরলান্ড সিটিতে যোগ দিলেও কত নম্বর জার্সি পরে ইতিহাদ মাতাবেন, সে ব্যাপারে এখনো ধোঁয়াশা আছে।

ক্লাব কি জাতীয় দল - এখন সব জায়গাতেই নয় নম্বর জার্সি পরেন হরলান্ড
ছবি : টুইটার

স্ট্রাইকাররা ঐতিহ্যগতভাবেই ৯ নম্বর জার্সি পরতে পছন্দ করেন। এর ব্যতিক্রমও আছে এন্তার, কিন্তু ফুটবলে ৯ নম্বর বলতে একজন স্ট্রাইকারের প্রতিচ্ছবিই যেকোনো ফুটবলভক্তের মাথায় আসে।

বর্তমান সময়ে নিজ নিজ ক্লাবে রোমেলু লুকাকু, করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কির মতো স্ট্রাইকাররাও ৯ নম্বর জার্সিই পরেন। ব্যতিক্রম নন হরলান্ডও। ডর্টমুন্ডে আসার পর প্রথম মৌসুমে ১৭ নম্বর জার্সি পরে খেলা এই স্ট্রাইকার পরের দুই মৌসুমে ঠিকই ৯ নম্বর জার্সির দখল ধরে রেখেছিলেন।

সিটিতে এখন নয় নম্বর জার্সি গ্যাব্রিয়েল জেসুসের দখলে
ছবি : গ্যাব্রিয়েল জেসুসের টুইটার

কিন্তু সিটিতে কি ৯ নম্বর জার্সি আদৌ পাবেন এই নরওয়েজিয়ান তারকা? এখানে যে ৯ নম্বরের অধিকার এখনো ধরে রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস!

অবশ্য জেসুস আগামী মৌসুমে সিটিতে থাকেন কি না, সেটা নিয়েও যথেষ্ট জল্পনা-কল্পনা জন্ম নিয়েছে গত কয়েক মাসে। পেপ গার্দিওলার অধীনে জেসুস কখনোই মূল একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি। হরলান্ড আসার কারণে যেসব তারকা সিটি ছাড়তে পারেন, সে তালিকায় সবার ওপরে এই জেসুসেরই নাম আছে। আর্সেনাল, চেলসির মতো ক্লাবগুলো আছে এই ব্রাজিল তারকার পিছে।

তবে সিটি সাফ জানিয়ে দিয়েছে, অন্তত ৪ কোটি ৩০ লাখ পাউন্ড না পেলে জেসুসকে ছাড়তে রাজি নয় তারা।

হরলান্ডের জার্সি এখনো বিক্রি করা শুরু করেনি সিটি। কারণ হিসেবে জানিয়েছে, ‘হরলান্ডের জার্সি নম্বর ঠিক হলেই বিক্রি করা শুরু হবে।’ ইঙ্গিত পরিষ্কার, জেসুসের ক্লাব ছাড়ার অপেক্ষা করছে সিটিও।

চেলসিতে শুরুর দিকে ১৫ নম্বর জার্সি পরতেন দিদিয়ের দ্রগবা
ছবি : চেলসি টুইটার

কিন্তু জেসুস যদি ক্লাব না ছাড়েন, সে ক্ষেত্রে কত নম্বর জার্সি পরবেন হরলান্ড?

সামাজিক যোগাযোগমাধ্যমে সিটিভক্তদের আলোচনা, সে ক্ষেত্রে বাবার ১৫ নম্বর জার্সি পরতে পারেন এই তারকা। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিন মৌসুম সিটিতে খেলেছিলেন হরলান্ডের বাবা আলফ ইঙ্গ হরলান্ড। যে গ্রীষ্মে আলফ ইঙ্গ সিটিতে যোগ দিয়েছিলেন, সে গ্রীষ্মেই জন্ম নিয়েছিলেন আর্লিং হরলান্ড। ওই তিন বছর ১৫ নম্বর জার্সি পরে খেলেছিলেন এই মিডফিল্ডার। যত দিন ৯ নম্বর পাচ্ছেন না, তত দিন বাবার ১৫ নম্বর পরতেই পারেন হরলান্ড।

অবশ্য ১৫ নম্বর জার্সি গায়ে চড়িয়েছেন এমন স্ট্রাইকারের উদাহরণও নেহাত কম নয়। লিভারপুলের হয়ে ১৫ নম্বর জার্সি পরতেন ইংলিশ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। চেলসির হয়ে প্রথম দুই মৌসুমে ১৫ নম্বর জার্সি পরেছিলেন আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা, যদিও পরে ১১ নম্বরে থিতু হন তিনি।

লিভারপুল, টটেনহাম ও বার্নলির হয়ে ১৫ নম্বর জার্সি পরতেন ইংলিশ স্ট্রাইকার পিটার ক্রাউচ।