কাতারে ফিফা বিশ্বকাপের ড্র চলছে। মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল, রোনালদোর পর্তুগাল বা এমবাপ্পের ফ্রান্সসহ জার্মানি, নেদারল্যান্ড, ইংল্যান্ড, উরুগুয়ে কে কোন গ্রুপে পড়ল, সরাসরি জানতে চোখ রাখুন প্রথম আলোয়।
কাতার বিশ্বকাপের অফিশিয়াল মাসকট উন্মোচিত
চলছে নাচ-গান আর বল নিয়ে কারিকুরি
একদিকে ফুটবলাররা বল নিয়ে কারিকুরি করছেন। ছেলে-মেয়ের সমান অধিকার সেখানে। এর আগে ছিল নাচ-গানের প্রদর্শনী।
কোথায় দেখা যাবে ড্রয়ের অনুষ্ঠান
ফিফার ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের ড্র বাংলাদেশে শুধু ভিয়াকম ১৮ চ্যানেলেই দেখা যাবে।
বিশ্বকাপের গান থাকবে না?
বিশ্বকাপের প্রথম গানটিও চলে এসেছে এরই মধ্যে। আজ বিকেলেই ফিফার বিশ্বকাপের টুইটারে গানটির ট্রেলার প্রকাশিত হয়েছে। 'হাইয়া হাইয়া (বেটার টুগেদার) নামের সে গানটি কেমন হলো?
দুই সঞ্চালক মঞ্চে
দুই সঞ্চালক ইদ্রিস আলবা ও রেশমিন চৌধুরী চলে এসেছেন মঞ্চে। বিশ্বকাপের প্রথম অফিশিয়াল গান 'হাইয়া হাইয়া' প্রথমবারের মতো জনসম্মক্ষে প্রচারিত হচ্ছে। মঞ্চে নাচ-গানে সরাসরি গানটি পরিবেশন করছেন তিন শিল্পী ত্রিনিদাদ কারদোনা, দাভিদো ও আইশা।
ইনফান্তিনো মঞ্চে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মঞ্চে উঠেছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ড্র।
কোন পটে কারা?
চার পটের প্রতিটি থেকে একটি করে দল নিয়েই তো হবে গ্রুপ। তার আগে দেখে নেওয়া যাক, কোন পটে কোন দল?
পাত্র ১ কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।
পাত্র ২ মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া।
পাত্র ৩ সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়া।
পাত্র ৪ ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।
ড্র নিয়ে বিস্তারিত জানতে
যুদ্ধ বন্ধ হোক
সবাইকে দোহায়, বিশ্বকাপে স্বাগত জানিয়েছেন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সব যুদ্ধ-বিবাদ বন্ধের আহ্বানও জানিয়েছেন।
ফিফা সভাপতি মঞ্চে ডেকেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে।
ম্যারাডোনা, রসিদের স্মরণ
২০১৮ বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত সময়ে অন্যলোকে চলে যাওয়া ফুটবল ইতিহাস রাঙানো চার কিংবদন্তির স্মৃতিচারণা চলছে। ডিয়েগো ম্যারাডোনা, গর্ডন ব্যাঙ্কস, পাওলো রসি, গার্ড মুলারের ভিডিও-ছবিগুলো দীর্ঘশ্বাস না জাগিয়ে পারে না!
কত সহজ একটা কাজ
সঞ্চালক ইদ্রিস আলবা বলছিলেন, বিশ্বকাপ জেতা তো খুব সহজই, শুধু সাতটা ম্যাচ জিতলেই হলো! এই 'সহজ' কাজটাই এ পর্যন্ত মাত্র আটটি দল করতে পেরেছে। কোন কোন দল? ড্র শুরু হওয়ার আগের সময়টুকুতে আটটি দলের নাম মনে করার চেষ্টা করে দেখুন তো। মন্তব্যে জানিয়ে দিতে পারেন আপনার স্মৃতি কী বলে!
বিশ্বকাপ ট্রফিও মঞ্চে
ফ্রান্সকে অধিনায়ক হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ আর কোচ হিসেবে ২০১৮ বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশমের হাত ধরে বিশ্বকাপ ট্রফির আগমন মঞ্চে। সঙ্গে ২০১৮ বিশ্বকাপ ফাইনালে বাবার কাঁধে চড়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের মুহূর্তের নিষ্পাপ আবেগ চোখেমুখে ফুটিয়ে তোলা এক শিশু সমর্থক।
মঞ্চে ড্রয়ের পরিচালক
ড্রয়ের পরিচালক সামান্থা ও জার্মেইন জেনাস মঞ্চে এসেছেন। সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়েদের দলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কার্লি লয়েড। মঞ্চে এখন ডাকা হলো ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুকে। নাইজেরিয়ান কিংবদন্তি জেজে ওকোচাকেও ডাকা হয়েছে।
আটজন কিংবদন্তিকে আমন্ত্রণ জানানো হবে মঞ্চে। এখন ডাকা হলো জার্মানির লোথার ম্যাথাউসকে। ইরানের কিংবদন্তি গোলদাতা আলী দাইয়িকে ডাকা হলো এখন। এবারে ডাকা হলো কাতারের সাবেক খেলোয়াড় আদেল আহমেদ মালালাকে।
অস্ট্রেলিয়ার টিম কাহিলও আমন্ত্রিত। পাঁচবার কোনো দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়া সার্বিয়ান কিংবদন্তি কোচ বোরা মিলুতিনোভিচকেও ডাকা হলো। সবার শেষে ডাক পেলেন আলজেরিয়ার রাবাহ মাজের।
ড্রয়ের নিয়ম ব্যাখ্যা করা হচ্ছে
র্যাঙ্কিং অনুযায়ী কোন দল কোন পটে সেটি ঠিক করা হয়েছে। যারা র্যাঙ্কিংয়ে এগিয়ে, তারা প্রথম দিকের পটে। শুধু স্বাগতিক কাতার নিয়ম অনুযায়ী প্রথম পটে থাকছে, তারা 'এ' গ্রুপে পড়াও নিশ্চিত।
ইউরোপ ছাড়া আর কোনো অঞ্চল থেকে দুই দল একই গ্রুপে পড়বে না। ইউরোপের একাধিক দলও থাকবে শুধু পাঁচটি গ্রুপে।
ড্র শুরু
কাফু প্রথমে তুললেন কাতারের নাম। সেখানে লাল বল আলাদা করা ছিল। সেটিই তুললেন কাফু। কাতার যে স্বাগতিক।
জে জে ওকোচা তুললেন গ্রুপের অবস্থান। এ ১ উঠবে সেখানে, সেটি তো আগে থেকেই নির্ধারিত।
উঠল ইংল্যান্ডের নাম
তারা পড়ছে গ্রুপ বি-তে। বি গ্রুপের প্রথম দল ইংল্যান্ড।
উঠেছে মেসির আর্জেন্টিনার নাম
আর্জেন্টিনা পড়ছে গ্রুপ সি-তে। সেই গ্রুপের প্রথম দল অর্থাৎ সি১ আর্জেন্টিনা।
কাফু এবারে তুললেন ফ্রান্সের নাম
বর্তমান চ্যাম্পিয়নরা পড়ছে ডি গ্রুপে। ফ্রান্স ডি ১।
এবারে স্পেন
ই গ্রুপে পড়ছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের নাম। তারা ই গ্রুপের প্রথম দল, ই-১।
বেলজিয়াম!
২০১৮ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম পড়ছে এফ গ্রুপে। এফ-১।
আর দুটি দল বাকি। এবার উঠল ব্রাজিলের নাম!
ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবারের বিশ্বকাপজয়ী, সব বিশ্বকাপে খেলা ব্রাজিল পড়েছে জি গ্রুপে। জি-১ ব্রাজিল।
শেষে উঠছে রোনালদোর পর্তুগাল
স্বাভাবিকভাবেই রোনালদোরা পড়ছেন গ্রুপ এইচ-এ। এই গ্রুপের প্রথম দল তারা, এইচ-১।
সব গ্রুপের প্রথম দল নির্ধারিত। এবার দ্বিতীয় দল ঠিক হবে।
প্রথমেই উঠেছে নেদারল্যান্ডসের নাম।
গ্রুপ এ-তে কাতারের সঙ্গী হচ্ছে নেদারল্যান্ডস। এ-৪ তারা।
লোথার ম্যাথাউসের হাতে উঠল যুক্তরাষ্ট্রের নাম
যুক্তরাষ্ট্র পড়ছে গ্রুপ বি-তে। ইংল্যান্ডের গ্রুপসঙ্গী তারা। বি-৩ তারা।
আর্জেন্টিনার গ্রুপসঙ্গী কারা?
লোথার ম্যাথাউস তুললেন মেক্সিকোর নাম। আর্জেন্টিনারই সাবেক কোচ জেরার্দো মার্তিনোর অধীনে খেলা মেক্সিকো সি গ্রুপে তৃতীয় দল, অর্থাৎ সি-৩।
ডি গ্রুপে ডেনমার্ক
ফ্রান্সের সঙ্গে একই গ্রুপে পড়ছে ডেনমার্ক। তারা ডি-৩।
স্পেনের গ্রুপে জার্মানি
ম্যাথাউস তুললেন নিজের দেশ জার্মানির নাম। ই গ্রুপে স্পেনের সঙ্গী তারা। টিম কাহিল তুলেছেন ই-৩। অর্থাৎ গ্রুপের তৃতীয় দল তারা।
বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া
এফ গ্রুপে রিয়াল মাদ্রিদের দুই তারকা মদরিচ ও হ্যাজার্ডের দেখা হচ্ছে। ক্রোয়েশিয়া গ্রুপের চতুর্থ দল। এফ -৪।
উরুগুয়ে ও সুইজারল্যান্ড বাকি।
উরুগুয়ে হলো পর্তুগালের সঙ্গী
তারা ব্রাজিলের গ্রুপে পড়তে পারবে না নিয়ম অনুযায়ী। তাই তারা এইচ গ্রুপে পর্তুগালের সঙ্গী। এইচ -৩ উরুগুয়ে।
ব্রাজিলের গ্রুপে সুইজারল্যান্ড
নেইমারদের সঙ্গে পড়ছে সুইজারল্যান্ড। জি-৩ অর্থাৎ গ্রুপের তৃতীয় দল তারা।
তৃতীয় পাত্র থেকে দলের নাম উঠবে এখন
ইরানের নাম প্রথমে উঠেছে
এশিয়ার দল হওয়ায় তারা এ গ্রুপে কাতারের সঙ্গে পড়তে পারবে না। ইরান তাই বি গ্রুপে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গী। বি-২ ইরান।
সেনেগাল গ্রুপ এ-তে
কাতার ও নেদারল্যান্ডসের সঙ্গে পড়ছে সেনেগাল। এ-৩ তারা।
আর্জেন্টিনার গ্রুপে পোল্যান্ড
মেসির সঙ্গে দেখা হচ্ছে লেভানডফস্কির। আর্জেন্টিনা ও মেক্সিকোর সঙ্গে পোল্যান্ড। সি-৪ পোল্যান্ড, অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপে শেষ ম্যাচটি হবে পোল্যান্ডের সঙ্গে।
সার্বিয়া পড়ছে ব্রাজিলের গ্রুপে
ডি, ই, এফ তিন গ্রুপে এরই মধ্যে দুটি ইউরোপিয়ান দল হয়ে গেছে। সার্বিয়া তাই পড়ছে গ্রুপ জি-তে ব্রাজিলের সঙ্গে। জি-২ তারা। অর্থাৎ ব্রাজিলের প্রথম ম্যাচ সার্বিয়ার সঙ্গে।
ফ্রান্সের গ্রুপে তিউনিসিয়া
গ্রুপ ডি-তে ফ্রান্স ও ডেনমার্কের সঙ্গে তিউনিসিয়া। গ্রুপের চতুর্থ দল তারা।
জাপান পড়ছে স্পেন-জার্মানির সঙ্গে
স্পেন ও জার্মানির সঙ্গে জাপান, গ্রুপে চতুর্থ দল তারা। গ্রুপ অব ডেথ কি এটিই হচ্ছে?
বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার সঙ্গে মরক্কো
গ্রুপ এফ-এ তৃতীয় দল হিসেবে যাচ্ছে মরক্কো। অর্থাৎ গ্রুপে চতুর্থ দল ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচ খেলবে মরক্কো।
দক্ষিণ কোরিয়া পড়ছে পর্তুগাল-উরুগুয়ের সঙ্গে
গ্রুপের চতুর্থ দল অর্থাৎ এইচ-৪ দক্ষিণ কোরিয়া। অর্থাৎ উরুগুয়ের সঙ্গে প্রথম ম্যাচ খেলবেন সনরা।
চতুর্থ পট থেকে দল নেওয়া হবে
ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা এই পাঁচ দল নিশ্চিত। বাকি তিন দল আসবে প্লে-অফ থেকে।
প্লে-অফ ওয়ান থেকে ফ্রান্সের গ্রুপে
পেরুর সঙ্গে অস্ট্রেলিয়া বনাম সংযুক্ত আরব আমিরাতে জয়ী দল আসবে এই গ্রুপে। গ্রুপের দ্বিতীয় দল হবে তারা। অর্থাৎ ফ্রান্সের প্রথম ম্যাচ হবে তাদের সঙ্গে।
কাতারের গ্রুপে ইকুয়েডর
গ্রুপের দ্বিতীয় দল অর্থাৎ এ-২ ইকুয়েডর। অর্থাৎ এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচই হবে কাতার বনাম ইকুয়েডর। গ্রুপে অন্য দুই দল সেনেগাল ও নেদারল্যান্ডস।
সৌদি আরব পড়ছে আর্জেন্টিনার গ্রুপে
বি গ্রুপে এশিয়ার আরেক দল ইরান থাকায় সৌদি আরব পড়ছে গ্রুপ সি-তে। সি-২ সৌদি আরব। মেসিদের বিশ্বকাপ শুরু হবে সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে। গ্রুপে অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ থেকে যাবে স্পেনের গ্রুপে
কোস্টারিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দল যাচ্ছে স্পেন, জার্মানি ও জাপানের গ্রুপে। তারা গ্রুপে দ্বিতীয় দল, অর্থাৎ স্পেনের প্রথম ম্যাচ হবে কোস্টারিকা-নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দলের সঙ্গে।
ইউরোপিয়ান প্লে-অফে জয়ী দল যাচ্ছে ইংল্যান্ডের গ্রুপে
স্কটল্যান্ড-ইউক্রেনের মধ্যে জয়ী দল ওয়েলসের সঙ্গে খেলবে প্লে-অফে। সেখানে জয়ী দল যাবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরানের গ্রুপে। তারা হবে গ্রুপে চতুর্থ দল।
ক্যামেরুন পড়ছে ব্রাজিলের গ্রুপে
ক্যামেরুন নাম উঠেছে। কিন্তু এফ গ্রুপে আফ্রিকান আরেক দেশ মরক্কো থাকায় ক্যামেরুন যাচ্ছে ব্রাজিলের গ্রুপে। গ্রুপে অন্য দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ড। গ্রুপটা কঠিনই হচ্ছে বটে।
ঘানা পড়ছে রোনালদোদের গ্রুপে
আবারও একই ঝামেলা। এফ গ্রুপে আরেক আফ্রিকান দল মরক্কো, তাই ঘানা যাচ্ছে পর্তুগালের গ্রুপে। এইচ-২ ঘানা। অর্থাৎ রোনালদোদের বিশ্বকাপ শুরু হবে ঘানা ম্যাচ দিয়ে। তবে এই গ্রুপে সুয়ারেজের উরুগুয়ে আছে, ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের স্মৃতিটা মনে পড়ছে তো?
কানাডাকে দিয়ে শেষ গ্রুপ পর্বের ড্র
বেলজিয়াম, মরক্কো ও ক্রোয়েশিয়ার সঙ্গে পড়ছে কানাডা। এফ-২ তারা, অর্থাৎ বেলজিয়ামের প্রথম ম্যাচই কানাডার সঙ্গে।
শেষ হলো বিশ্বকাপের ড্র
পর্তুগাল না স্পেন - কার গ্রুপ সবচেয়ে কঠিন হলো? মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল আর এমবাপ্পের ফ্রান্সের রাস্তাটা কেমন হলো? কে কেমন করতে পারে, চমক হতে পারে কোন দল... আলোচনা শুরু হয়ে গেল বলে!
আলোচনা চলবে নভেম্বর পর্যন্ত। আর চলবে বিশ্বকাপের অপেক্ষা।