বিশ্বকাপে জয়ের দেখা পাচ্ছেন না আর্জেন্টাইন কোচরা
>রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচজন কোচ আছে আর্জেন্টিনার। কিন্তু এখন পর্যন্ত জয়ের মুখ দেখেননি কোনো আর্জেন্টাইন কোচ। কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান কি পারবেন এই শনির দশা কাটাতে?
অভিষিক্ত আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কেন জিততে পারল না? ম্যাচের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশ্নটি এখনো উড়ছে। আর এর সমাধান বের করার জন্য কাটাছেঁড়া বিশ্লেষণ তো চলছেই। তবে আর যা-ই হোক কেন আর্জেন্টাইন কোচের কাছে এর সমাধান আছে বলে মনে হয় না! না হলে কি আর রাশিয়া বিশ্বকাপে এখনো জয়ের মুখ না দেখে থাকেন কোনো আর্জেন্টাইন কোচ।
বিশ্বকাপে এবার সর্বোচ্চ পাঁচজন কোচ আছে আর্জেন্টিনার। মেসিদের ডাগআউটে হোর্হে সাম্পাওলি তো আছেনই। এ ছাড়া সৌদি আরব, মিসর, পেরু ও কলম্বিয়ার দায়িত্বেও আছেন আর্জেন্টাইন। সৌদির হুয়ান আন্তোনিও পিজ্জি, মিসরের হেক্টর রাউল কুপার, পেরুর রিকার্ডো গারেসা ও কলম্বিয়ার হোসে পেকারম্যান। পাঁচজনের মধ্যে প্রথম চারজনই মাঠে নেমে গিয়েছেন। কিন্তু জয়ের দেখা পাননি। সৌদি আরব, মিসর ও পেরু হেরেছে। আর্জেন্টিনা করেছে ড্র, যেটি তাদের পরাজয়ের স্বাদই এনে দিয়েছে। বাকি থাকা পেকারম্যান কলম্বিয়াকে নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নামবেন আগামীকাল।
রাশিয়ায় আর্জেন্টাইন কোচদের শনির দশা শুরু হয়েছিল পিজ্জিকে দিয়ে। তা-ও আবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে পিজ্জির সৌদি আরবের ৫-০ গোলের হারটি চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় হার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি আর্জেন্টাইন কোচরা। পিজ্জির পরের দিনই হেরে গেছেন হেক্টর কুপার। ২৮ বছর পর বিশ্বকাপে এসে সুয়ারেজ-কাভানির উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল কুপারের মিসর। কিন্তু শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে কপাল পুড়েছে মোহামেদ সালাহদের। যদিও ইনজুরির জন্য সেদিন মাঠে নামতে পারেননি সালাহ।
কুপারের পরের পালা ছিল সাম্পাওলির। তিনি হারেননি, আইসল্যান্ডের বিপক্ষে তাঁর দল আর্জেন্টিনা মাঠ ছেড়েছে ১-১ গোলের ড্র নিয়ে। বিশ্বকাপে অভিষিক্ত হওয়া দলের বিপক্ষে মেসির আর্জেন্টিনার ড্র তো হারের সমান! দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশের ক্ষুরধার মস্তিষ্কের মান রাখতে পারেননি রিকার্ডো গারেসাও। তাঁর পেরু ২-০ গোলে হেরে গেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
এখন পেকারম্যানই ভরসা। দেখা যাক, আর্জেন্টাইন কোচদের সুনাম রক্ষা করতে পারেন কি না ২০০৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার মুখেও লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখায় আলোচিত পেকারম্যান।