বার্সেলোনার পর জাভিও হুমকি দিলেন দেম্বেলেকে

নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন জাভিছবি: বার্সেলোনা টুইটার

চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় উসমান দেম্বেলেকে হুমকি দিয়েছিল বার্সেলোনা। ওদিকে খেলোয়াড়ের এজেন্ট পাল্টা বলেছেন, হুমকি দিয়ে লাভ নেই। দরকার হলে দেম্বেলে নাকি ছয় মাস বসেই থাকবেন। এত দিন দেম্বেলেকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা করা কোচ জাভিও এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না।

আজ কোপা দেল রেতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। গত সপ্তাহে এই দলের কাছে স্প্যানিশ সুপার কাপে হেরে গেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষার আগে জাভি দলের মধ্যে কোনো রকম বিতর্ক জমিয়ে রাখতে চাননি। সংবাদ সম্মেলনেই দেম্বেলেকে বার্তা দিয়েছেন। বলেছেন, হয় চুক্তি করতে হবে, না হলে ক্লাব থেকে বের করে দেওয়া হবে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে।

কিছুদিন আগেই বিয়ে করেছেন দেম্বেলে
ছবি : টুইটার

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাভি সরাসরি বার্তা দিয়েছেন নিজের উইঙ্গারকে, ‘বার্তা তো পরিষ্কার। উসমান দেম্বেলেকে নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে, তা না হলে জানুয়ারিতেই ওকে বিক্রির পথ খুঁজব। এর বাইরে অন্য কোনো উপায় নেই।’

বার্সেলোনার কোচ হওয়ার পর থেকেই দেম্বেলেকে নিয়ে নতুন প্রজন্মের আক্রমণভাগ গড়ার স্বপ্ন দেখেছেন জাভি। ২০১৭ সালে নিজেদের দলবদলের রেকর্ড ভেঙে যাঁকে কিনে এনেছিল বার্সেলোনা, তাঁকে নতুন পাঁচ বছরের চুক্তিতে দলে রাখতে চায় বার্সা।

বার্সেলোনার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেম্বেলেকে দেখা যাচ্ছে না গত কিছুদিন
ছবি: বার্সেলোনা টুইটার

ওদিকে ক্লাবের আর্থিক দুর্দশার কথাও চিন্তা করতে হচ্ছিল তাদের। এ অবস্থায় বার্সেলোনা আশা করেছিল, ক্লাবের জন্য নতুন চুক্তিতে বেতন কমাতে রাজি হবেন দেম্বেলে। কিন্তু তাদের আশায় জল ঢেলে দেম্বেলে বছরে দুই কোটি ইউরো বেতন চাইছেন। সে ক্ষেত্রে করসহ পাঁচ বছরে বার্সেলোনার ব্যয় হবে ২০ কোটি ইউরো।

এ ছাড়া নিজের ও এজেন্টের জন্য চার কোটি ইউরো বোনাসও চেয়ে বসেছেন দেম্বেলে।

গত সাড়ে চার বছরে যে ফরোয়ার্ড মাত্র ৩১টি গোল করেছেন, তাঁর জন্য এত বেতন খরচ করতে রাজি নয় বার্সেলোনা। তাই এই প্রস্তাব উড়িয়ে দিয়েছে তারা। ওদিকে দেম্বেলের পক্ষ থেকেও বলা হয়েছে, তাঁর প্রস্তাব মানা না হলে চুক্তি করবেন না। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের এমন আচরণ আর সহ্য হচ্ছে না জাভির।

কিছুদিন আগেও দেম্বেলেকে বর্তমানের সেরা তারকাদের একজন কিলিয়ান এমবাপ্পের চেয়ে সেরা বলেছে বার্সেলোনা। এখন সেই খেলোয়াড়কেই বিক্রি করে দেওয়ার কথা উঠছে। জাভি মানছেন, পরিস্থিতিটা স্বাভাবিক না, ‘আমরা খুব কঠিন সিদ্ধান্ত নিচ্ছি। সে চুক্তি নবায়ন না করলে। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, তারা অন্য সিদ্ধান্ত নেবে। আমরা বহুদিন অপেক্ষা করেছি, ওর সঙ্গে এ নিয়ে পাঁচ মাস ধরে কথা হচ্ছে। হয় সে থাকবে, না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।’

বার্সেলোনার জার্সিতে এল ক্লাসিকোই দেম্বেলের শেষ ম্যাচ হয়ে থাকবে?
ছবি: রয়টার্স

দেম্বেলেকে নিয়ে আক্রমণ গড়ার স্বপ্ন দেখছিলেন, এখন তাঁকেই এভাবে হুমকি দিতে হচ্ছে বলে দুঃখিত জাভি, ‘আমি ওর সঙ্গে সব সময় সৎ ছিলাম, এটা সহজ পরিস্থিতি না। হয় সবকিছু না হলে একদম কিছু না। আমাদের খারাপ লাগছে, কিন্তু ক্লাবের ভালোটাই আগে।’ এ মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১ গোল করেছেন দেম্বেলে। আর গোলে সহায়তা করেছেন দুইবার।

গত সপ্তাহে চুক্তি নিয়ে আলোচনা ধাক্কা খাওয়ার পর বার্সেলোনার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, চুক্তিতে রাজি না হলে আগামী ছয় মাস তাঁকে ক্লাব মাঠে নামাবে না। এমনকি মূল দলের সঙ্গে অনুশীলনও করাবে না। জাভি এমন শাস্তিতে আগ্রহী নন, ‘তাঁকে গ্যালারিতে রাখা হবে, এমন চিন্তা মাথায় আনছি না। আমি উসমানের সঙ্গে একদম পরিষ্কার ভাষায় কথা বলেছি।’