বার্সেলোনা লিগে দ্বিতীয় হলেই এখন ’খুশি’ জাভি

বার্সেলোনার খেলোয়াড়দের লিগে দ্বিতীয় হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন জাভিছবি: রয়টার্স

এক সপ্তাহ আগেও জাভির কণ্ঠে ছিল দৃঢ়তা। লিগের পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদ প্রায় নাগালের বাইরে। তবু হাল ছাড়েননি জাভি। বলেছেন, যতক্ষণ গাণিতিকভাবে সম্ভাবনা থাকছে, লড়ে যাবেন আর অপেক্ষায় থাকবেন, রিয়াল মাদ্রিদ কখন হোঁচট খাবে। বার্সেলোনা কোচের সে মনোবলে কিছুটা চোট লেগেছে। গাণিতিকভাবে এখনো রিয়ালকে টপকে লিগ জেতা সম্ভব। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়, এমনকি প্রতিপক্ষের সমান পয়েন্ট পেলেও চলবে বার্সেলোনার।

আরও পড়ুন

কিন্তু ঘরের মাঠে কাদিজের কাছে হার বার্সেলোনাকে পিছিয়ে দিয়েছে। এ কারণে এখনো কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও হাল ছেড়ে দিয়েছেন জাভি। নিজের খেলোয়াড়দের তাই এখন লিগে দ্বিতীয় হতে বলছেন কোচ।

কাদিজের কাছে হার মানতে পারছেন না জাভি
ছবি: এএফপি

সব প্রতিযোগিতা মিলে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। লিগেও ১৫ ম্যাচ অপরাজিত ছিল দলটি। এ যাত্রা গত সপ্তাহে থেমেছে ফ্রাঙ্কফুর্টের কাছে। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে জার্মান দলের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের পর একই মৌসুমে ইউরোপা লিগ থেকেও বাদ পড়েছে বার্সেলোনা। এরপর সোমবার পরের ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে কাদিজের কাছে ১-০ গোলে হেরে গেছে কাতালানরা।

ক্যাম্প ন্যুতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে কাদিজ, ওদিকে লিগ জেতার সূক্ষ্ম সম্ভাবনাও হারিয়ে ফেলেছে বার্সেলোনা। লিগে আর ৭ ম্যাচ বাকি বার্সেলোনার। রিয়ালের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়ার মতো ৬০ পয়েন্ট বার্সেলোনার। তবে হাতে এক ম্যাচ বেশি আছে জাভির দলের। ওদিকে ৬ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।

আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচের আগে বাস্তবতা মেনে নেওয়ার কথা জানিয়েছেন জাভি, ‘ওদের (খেলোয়াড়দের) ভালো খেলতে হবে, আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, আরও তাড়না দেখাতে হবে। এই খেলোয়াড়েরা ক্যারিয়ারে অনেক কিছু জিতেছে। এখন তাদের আরও বিনয়ী হতে হবে এবং মেনে নিতে হবে। এখন ওদের দ্বিতীয় হওয়ার চেষ্টা করতে হবে। স্বীকার করছি, এমন কিছু নিয়ে রোমাঞ্চিত হওয়া কঠিন, কিন্তু এখন শুধু এটাই আছে।’

কাদিজের বিপক্ষে ঘরের মাঠে এই প্রথম হেরেছে বার্সেলোনা
ছবি: রয়টার্স

কাদিজের বিপক্ষে হারের পর আচমকা স্বর্গ থেকে পতন হয়েছে জাভির। এক সপ্তাহ আগেও জাভির অধীনে বার্সেলোনা কত ভালো করেছে, সে আলোচনা হয়েছে। রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে তাঁর দল। সে আনন্দে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা দলটিকে ভালো খেলার খোঁচাও মেরেছেন জাভি। কিন্তু টানা দুই হারের পর সেই জাভির খুঁতই বের হতে শুরু করেছে। ২০০২ সালের পর যত কোচ বার্সেলোনার দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে জাভিরই জয়ের হার সবচেয়ে কম

এসব সমালোচনার মধ্যেও নিজের ধ্যানধারণা থেকে সরছেন না জাভি। আগের মতোই সুন্দর খেলা উপহার দেওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে, ‘আমি জিততে পছন্দ করি, শিরোপা জিততে আমার ভালো লাগে। কিন্তু এখন এটাই বাস্তবতা। আমরা কী বিশ্বাস করি, তাতে কোনো পরিবর্তন আনব না। আমরা দেশের সেরা দল আতলেতিকো, সেভিয়া ও মাদ্রিদকে হারিয়েছি। আপনার এতে বিশ্বাস রাখতে হবে। আমি একগুঁয়ে, কিন্তু এটাই কোচদের জগতের অংশ। নিজেদের বিশ্বাসের ওপর আস্থা রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’