বার্সেলোনা অতীতে বসবাস করে: কোমান

বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোমানফাইল ছবি: রয়টার্স

জাভির কাছেই চাকরি হারিয়েছেন তিনি। সেই চাকরি, যে চাকরি পাওয়ার জন্য দেশকে ইউরোতে খেলানোর মতো অর্জন উপেক্ষা করে হাজারও প্রতিকূলতা পেরিয়ে এসেছিলেন।

তিনি রোনাল্ড কোমান। নেদারল্যান্ডসের ম্যানেজারের দায়িত্বে এই ভদ্রলোক বেশ ভালোই করছিলেন জাতীয় দলের হয়ে। এর মধ্যেই ডাক পড়ল বার্সেলোনায়, যে দলটার কোচ হওয়ার জন্য আজন্ম স্বপ্ন দেখেছেন। দেশ, না প্রিয় ক্লাব—এই লড়াইয়ে সেদিন জয় হয়েছিল ক্লাবেরই।

আরও পড়ুন
আরও পড়ুন

কিন্তু বার্সেলোনায় কোমানের ফেরাটা সুখকর হয়নি। বছরখানেক পরই জাভির কাছে চাকরি হারাতে হয় তাঁকে। যার কাছে চাকরি হারিয়েছেন, তাঁর প্রতি হয়তো একটু বিরক্তি থেকে গেছে কোমানের। না হয় সময় সুযোগ পেলেই সাবেক ক্লাবের পিন্ডি চটকাতে বসে যাবেন কেন বারবার?

কিছুদিন আগেই কোমান জানিয়েছিলেন, তিনি যে অবস্থায় কাতালানদের ছেড়ে এসেছিলেন, জাভির অধীনে বার্সেলোনা তার চেয়ে খুব বেশি এগোয়নি। এবার জাভির দলটার দিকে তোপ দেগে বললেন, বার্সেলোনা অতীতে বসবাস করে। তাঁর মতে, বার্সেলোনা অতীতে যে ধরণের ফুটবল খেলে এসেছে, সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। অথচ ফুটবল এখন অনেক বেশি আধুনিক, অনেক বেশি দ্রুতগতির, অনেক বেশি শরীরনির্ভর।

বার্সেলোনা কোচ জাভি
ছবি: রয়টার্স

শুধু টিকিটাকা খেলে এ জমানায় টিকে থাকা যায় না, কিন্তু সেটা বার্সেলোনার খেলার ধরণ দেখে বোঝার জো কোথায়!

এস্পোর্ত থ্রিকে দেওয়া সাক্ষাৎকারে কোমান বলেছেন, ‘আমি সবসময় খেলায় দাপট দেখানোতে বিশ্বাসী। আপনি যদি তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার আর সব মিলিয়ে পাঁচজন মিডফিল্ডার নিয়ে খেলেন, আপনি বলতে পারেন না যে এটা রক্ষণাত্মক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় খেলেই আমরা অ্যাথলেটিকের বিপক্ষে ফাইনাল (কোপা দেল রে) খেলেছি। এই প্রক্রিয়াতে খেলেই আমরা গত কয়েক বছরের মধ্যে সেরা কিছু খেলা খেলেছি।’

এরপরেই বার্সার খেলার ধরণ নিয়ে তোপ দেগেছেন কোমান, ‘বার্সা অতীতে বসবাস করছে। ৪-৩-৩ ছকনির্ভর ফুটবল খেলা, টিকিটাকার ওপর নির্ভরশীল থাকা। ফুটবল আগের চেয়ে অনেক বদলে গেছে। ফুটবল আগের চেয়ে এখন অনেক দ্রুতগতির, অনেক শরীরনির্ভর, আপনি আগের জমানায় বাস করতে পারেন না।’