বার্সায় আরও দুই বছর থাকবেন মেসি?
বার্সেলোনা-লিওনেল মেসি শীতল সম্পর্কের বরফ গলেনি। আর্জেন্টাইন তারকা যাই যাই করে থেকে গেছেন বার্সেলোনায়। সংবাদমাধ্যম থেকে সমর্থকেরা ভাবছেন, সেটি এই মৌসুমের শেষ পর্যন্ত। তারপরই ভালোবাসার ক্লাবের সঙ্গে সম্পর্কছিন্ন করবেন আর্জেন্টাইন তারকা। তবে এই ভাবনাটা সবার নয়। ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রিভালদো যেমন মনে করেন, বার্সায় আরও দুই বছর থেকে যেতে পারেন মেসি।
গত মৌসুম শেষেই বার্সা ছাড়ার ইচ্ছেটা ক্লাবকে জানিয়েছিলেন মেসি। এরপর তো বহু জল গড়িয়েছে। ক্লাব সভাপতির প্রতি নিজের ক্ষোভটা প্রকাশ্যেই বলেছেন বার্সা তারকা। কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ মেসির চুক্তিতে রিলিজ ক্লজের শর্ত দেখিয়ে তাঁকে আটকানোর চেষ্টায় সফল হয়েছেন। সেটি অবশ্যই মেসির ইচ্ছায়। শৈশবের ক্লাবকে আদালতে তুলতে চাননি তিনি। নিজে থেকে জানান, বার্সায় তাঁর বর্তমান চুক্তির মেয়াদ পূর্ণ করবেন। এরপরও কিন্তু ক্লাব-খেলোয়াড়ের সম্পর্কটা স্বাভাবিক রূপ পায়নি। লুইস সুয়ারেজকে বার্সা ছেড়ে দেওয়ায় ক্লাবকে ধুয়ে দিয়েছেন মেসি। তবে এসবের পরও রিভালদো মনে করেন বর্তমান চুক্তির মেয়াদ পূর্ণ করেও বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন তারকার।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী এ খেলোয়াড় নিজেও খেলেছেন বার্সায়। এক সময় তাঁকে ঘিরে বলা হতো, রিভালদো যতটা না ব্রাজিলের তার চেয়ে বেশি বার্সেলোনার। ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত বার্সায় খেলে দুবার লা লিগা, উয়েফা সুপার কাপ ও কোপা ডেল রে জিতেছেন রিভালদো। ক্লাবটিকে তাই ভালোই জানা আছে তাঁর। বেটফেয়ারকে ৪৮ বছর বয়সী রিভালদো বলেন, ‘আর্তুরো ভিদাল ও সুয়ারেজ চলে যাওয়ার পর সংবাদমাধ্যমের এটা ভেবে নেওয়া খুব স্বাভাবিক, মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন মেসি। কিন্তু আমি এখনো মনে করে তাকে ধরে রাখতে অনেক কিছুই ঘটতে পারে।’ বার্সায় মেসির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ভিদাল ও সুয়ারেজ।
মেসির থেকে যাওয়ার সম্ভাবনা নিয়ে নিজের ভাবনাটা ব্যাখ্যা করেন রিভালদো, ‘সে ড্রেসিং রুমে নতুন বন্ধু বানাবে। আর ভুলে গেলে চলবে না ২০২১ সালে (বার্সায় সভাপতি) নির্বাচন, তাতে বর্তমান পরিস্থিতি পাল্টে যেতে পারে।’ বার্সা বোর্ডের সঙ্গে বিশেষ করে সভাপতির সঙ্গে মেসির সম্পর্কটা তিক্ত। সভাপতি নির্বাচনে নতুন প্রশাসন এলে এই তিক্ততা কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রিভালদো। আর বার্তোমেউয়ের বিরুদ্ধে নেমেছেন বার্সা সমর্থকেরাই। তাঁকে সভাপতি পদ থেকে হটাতে অনাস্থা ভোটের জন্য সই আদায় কর্মসূচিও হাতে নিয়েছে সমর্থকেরা। রিভালদোর যুক্তি, ‘বর্তমান সভাপতি এবং মেসির মধ্যে কী চলছে তা আমরা জানি না। তাই এই আশা নিয়ে অপেক্ষা করাই ভালো—সে (মেসি) মানসিকতা পাল্টে চুক্তির মেয়াদ আরও দুই মৌসুম বাড়াবে।’
বার্সায় এরই মধ্যে মেসির উত্তরসূরি হিসেবে আনসু ফাতিকে দেখছেন রিভালদো। ১৭ বছর বয়সী এ উইঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সা। ২০২৪ সাল পর্যন্ত তাঁকে রাখবে কাতালান ক্লাবটি। রিলিজ ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো। এ দামটা দেখেই বোঝা যায়, তাঁকে ভবিষ্যৎ হিসেবে দেখছে বার্সা। রিভালদোর ব্যাখ্যা, ‘এটাতেই বোঝা যায় মাঠে দায়িত্ব নেওয়ার মতো খেলোয়াড় তৈরি করতে চায় বার্সা। বড় অঙ্কের রিলিজ ক্লজটা দেখেই বোঝা যায় তার মধ্যে ভবিষ্যৎ দেখছে তারা। একদিন তাকে মেসির সঙ্গে তুলনা করা হবে—এমন আশাই বার্সার।’