বার্সায় আর ফিরতে চান না আর্থুর

বার্সেলোনায় আর থাকতে চান না আর্থুর মেলো। ছবি: টুইটার
বার্সেলোনায় আর থাকতে চান না আর্থুর মেলো। ছবি: টুইটার

যথেষ্ট হয়েছে, আর না! আর্থুর মেলোর আর সহ্য হচ্ছে না। গত মাসে তাঁকে জুভেন্টাসের কাছে ৭২ মিলিয়ন ইউরোয় বিক্রি করে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেবেন আর্থুর। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার মনে করেন, চুক্তি পাকা হওয়ার পর থেকেই তিনি বার্সার অবহেলার শিকার হচ্ছেন। এভাবে আর চলতে পারে না। আর্থুর পারলে আজ এই মুহূর্তে বার্সা ছাড়তেন, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

চ্যাম্পিয়নস লিগ শেষ না হওয়া পর্যন্ত বার্সায় থাকবেন আর্থুর। কিন্তু তার আগেই কাতালান ক্লাবটি ছাড়তে চান ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার। অথচ বার্সায় তাঁকে এক সময় ভবিষ্যতের ‘জাভি’ হিসেবে দেখা হয়েছিল। মার্কা জানায়, পরিস্থিতি তাঁকে বিদ্রোহ করার পথে ঠেলে দিয়েছে এবং বার্সার কাছে চুক্তিপত্র বাতিল করার অনুরোধ করেছেন তিনি। বিশেষ করে বার্সা কোচ কিকে সেতিয়েনের অবহেলার শিকার হওয়াটা মেনে নিতে পারেননি আর্থুর। জুভেন্টাসে যোগ দেওয়া নিশ্চিতের পর থেকে সেতিয়েন তাঁকে বিবেচনায় রাখেননি।

আর তাই বার্সায় আর ফিরতে চান না আর্থুর। আজ থেকে অনুশীলন শুরু করবে বার্সা। সিউতাত স্পোর্তিভায় কাল বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা ছিল বার্সার খেলোয়াড়দের। আর্থুর তা বর্জন করেছেন। ব্রাজিলেই রয়েছেন তিনি। এদিকে বার্সার সঙ্গে চুক্তির অবশিষ্ট অংশ বাতিলের দেন দরবার শুরু করেছেন তাঁর প্রতিনিধিরা, জানিয়েছে স্পোর্ত। আর্থুর বার্সার সঙ্গে আর অনুশীলনে যোগ দেবেন না বলেই মনে করছে স্প্যানিশ সংবাদমাধ্যম। কেননা, সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার আগে তাঁকে বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা করাতে হতো।

আর্থুর বার্সায় না ফেরাতেই খেলোয়াড় ও ক্লাবের মধ্যে ফাটল পরিষ্কার হয়ে যায়। এতদিন সেতিয়েনের সঙ্গে সমস্যাটা ক্লাবের ভেতরেই ছিল। যদিও বার্সার তরফ থেকে মনে করা হচ্ছে, আর্থুর এখনো তাদের খেলোয়াড়। অনুশীলন শুরুর আগে ক্লাবে না ফেরায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ গঠন করেছে বার্সা। শাস্তি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্পোর্ত জানিয়েছে, মাথা উঁচু করে বার্সা থেকে বিদায় নিতে চেয়েছিলেন আর্থুর। চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে খেলতে চেয়েছিলেন। বিদায়ের আগে যতটা সম্ভব বার্সাকে সাহায্য করে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেতিয়েন তাঁকে দলের জন্য বিবেচনার বাইরে রেখেছেন। ‍যখন বার্সায় থাকতে চেয়েছিলেন ঠিক তখনই ক্লাব পরিচালনা পর্ষদ তাঁকে জোর করেই বেচে দিয়েছে বলে মনে করেন আর্থুর। ৪০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজসহ বার্সায় তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত।

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে ৮ আগস্ট নাপোলির মুখোমুখি হবে বার্সা। আর্থুর না ফেরায় এ ম্যাচের জন্য তিনজন মিডফিল্ডার পাচ্ছেন সেতিয়েন। সার্জিও রবার্তো, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ইভান রাকিতিচ। মৌসুমের বাকি সময়ের জন্য আর্থুর শেষ পর্যন্ত আর না ফিরলে মূল দলের জন্য ১৭ ফুটবলার পাচ্ছেন বার্সা কোচ।