বার্সার চোখে লেভানডফস্কির দাম সর্বোচ্চ ৬ কোটি ইউরো
বায়ার্ন মিউনিখ হাল ছাড়ছে না। রবার্ট লেভানডফস্কিকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় তারা। দরকার হলে ২০২৩ সালে মুফতে ছেড়ে দেবে, তবু এ বছর তারা বিক্রি করবে না পোলিশ স্ট্রাইকারকে। ওদিকে আগামী আগস্টেই ৩৪ পূর্ণ করতে যাওয়া লেভানডফস্কি হাল ছাড়ছেন না। তাঁর পছন্দমতো চুক্তির প্রস্তাব দেওয়ায় বার্সেলোনাকেই নিজের পরবর্তী গন্তব্য বানাতে চান।
বার্সেলোনা তাই আশাবাদী, অনিচ্ছা সত্ত্বেও বায়ার্ন লেভানডফস্কিকে ছেড়ে দেবে সামনের দলবদলে। এখন বায়ার্ন মৌসুমে ৫০ গোলের নিশ্চয়তা দেওয়া এই স্ট্রাইকারের জন্য কত চাইবে, সেটার অপেক্ষায় বার্সেলোনা। দামটা একটি নির্দিষ্ট সীমার মধ্যে হলেই দলবদলটা হয়ে যাবে। আর সেটা হলো ৬ কোটি ইউরো।
বার্সেলোনা তাদের কাজটা এগিয়ে রাখছে। লেভানডফস্কির সঙ্গে চুক্তি নাকি তাদের পাকা। স্প্যানিশ পত্রিকা এএস বলছে, তিন মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তি করছেন লেভানডফস্কি। মৌসুম প্রতি করবাদে ৯০ লাখ ইউরো পাবেন বেতন। গতকাল লেভানডফস্কির এজেন্ট পিনি জাহিভিকে বার্সেলোনায় দেখা গেছে। বার্সেলোনার অফিশিয়াল এক দোকান থেকে ১০টি জার্সিও কিনেছেন। সাংবাদিক জেরার্দ রোমেরো বলেছেন, সে জার্সিগুলোর পিঠে লেভানডফস্কির নাম ছাপানো হয়েছে।
শুধু জার্সিতে লেভানডফস্কির নাম লিখিয়েই থামেননি জাহাভি। লেভানডফস্কির জন্য কাতালান শহরে কিছু বাড়ি ঘুরে দেখেছেন, কোনটি এই স্ট্রাইকারের উপযুক্ত হবে সেটি ভেবে দেখার চেষ্টা করেছেন। ওদিকে বায়ার্ন মিউনিখকে লেভানডফস্কি জানিয়ে দিয়েছেন, আর থাকছেন না। প্রকাশ্যেই নিজের চুক্তি নিয়ে কথা বলে বর্তমান ক্লাবকে চাপে ফেলার কাজটাও করে রেখেছেন। ফলে আগের অনড় অবস্থানটা নড়ে গেছে বায়ার্নের। সর্বশেষ খবর, সুর এখন ‘বিক্রি করব না’ থেকে ‘তোমার বিকল্প খুঁজে দাও'তে বদলেছে।
বিকল্প খুঁজতে খুঁজতেই এখন বার্সেলোনার সঙ্গে দর-কষাকষিতে যাবে বায়ার্ন। বাজারে লেভানডফস্কির বিকল্প খুব বেশি নেই। তাঁর বিকল্প যিনি হতে পারতেন, সেই আরলিং হরলান্ডকে কদিন আগেই ৬ কোটি ইউরোতে কিনেছে ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখ তাই লেভানডফস্কিকে ছাড়ার আগে বার্সেলোনার কাছ থেকে বড় অঙ্ক খসিয়ে নেওয়ার চেষ্টা করবে। ওদিকে লেভানডফস্কির চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। লেভানডফস্কির বয়সও মধ্য ত্রিশের কাছাকাছি। এসব বিবেচনায় বার্সেলোনা ধরে নিয়েছে ৬ কোটি ইউরোই যথেষ্ট হবে লেভানডফক্সিকে বার্সায় টেনে নিতে।
এদিকে লেভানডফস্কি বার্সেলোনায় গেলে বার্সেলোনার ফরোয়ার্ড লাইনেও পরিবর্তন আসবে। দলে এমনিতেই মার্টিন ব্রাথওয়েইট, লুক ডি ইয়ং, মেম্ফিস ডিপাই ও পিয়েরে এমেরিক অবামেয়াং আছেন। এদের মধ্যে ধারে খেলতে যাওয়া ডি ইয়ংকে সেভিয়ায় ফেরত পাঠানো হবে। চুক্তির শর্তের কারণে অবামেয়াংকেও ছাড়া সম্ভব নয় বার্সার। সে ক্ষেত্রে ক্লাবে গত বছর মুফতে যোগ দেওয়া আরেক স্ট্রাইকার ডিপাইকেই বিক্রি করে দেবে বার্সেলোনা।