ইউরোপা লিগের নকআউট পর্বের প্রথম লেগে ড্র করাটাই যেন নিয়ম বার্সেলোনার। জাভির দল শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে নাপোলির সঙ্গে। দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ৪-২ গোলে জিতে শেষ ষোলোতে ওঠে স্প্যানিশ পরাশক্তিরা।
চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপার অবনমিত বার্সা শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে। তুরস্কে গিয়ে ফিরতি ম্যাচে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় লিওনেল মেসিকে ছাড়া প্রথম মৌসুম কাটানো বার্সেলোনা।
শেষ আটের প্রথম লেগেও একই গল্প। এবার অবশ্য জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে বার্সা। গত অক্টোবরের পর ঘরের মাঠে মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে জয়হীন বার্সা কি পারবে আজ ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে যেতে?
আপনার মত জানিয়ে দিন ভোট দিয়ে।