বার্সেলোনার বাঁচা-মরার ম্যাচ বললেও কম হয়ে যায়! একে তো ২০ বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা চোখ রাঙাচ্ছে, তার ওপর ইউরোপা লিগের মতো ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্টে খেলতে হওয়াও বার্সেলোনার অহমে আঘাত করবে নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার আর্থিক ক্ষতির দিকটাও টাকাপয়সার হিসাবে হাপিত্যেশ করে বেড়ানো বার্সার জন্য এখন বড় ধাক্কা বটে!
এমন শঙ্কার সামনেই আজ বার্সাকে দাঁড় করিয়ে দিচ্ছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। বাংলাদেশ সময় রাত দুইটায় যে জাভির দল নামবে বায়ার্ন মিউনিখের মাঠে। জিতলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যেতে আর কোনো দিকে তাকাতে হবে না বার্সাকে, পয়েন্ট হারালেই শুরু হয়ে যাবে হিসাব-নিকাশ।
গ্রুপে পাঁচ ম্যাচের সব কটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বায়ার্ন মিউনিখ, তাদের শেষ ষোলো নিশ্চিত হয়েছে আগেই। বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার দুইয়েই আছে। ঝামেলাটা হলো, তিনে থাকা বেনফিকার পয়েন্ট ৫। বার্সা যখন বায়ার্নের মাঠে লড়বে, বেনফিকা তখন নিজেদের মাঠে খেলবে এখন পর্যন্ত ১ পয়েন্ট পাওয়া দিনামো কিয়েভের বিপক্ষে।
বার্সা জিতলে ঝামেলা নেই, কিন্তু সে ক্ষেত্রেও অতীত রেকর্ড বার্সাকে ভয় দেখাবে। বায়ার্নের মাঠে যে কখনো জিততে পারেনি বার্সা! আর বার্সা পয়েন্ট হারালে? তখন প্রার্থনায় থাকতে হবে, যাতে বেনফিকার ম্যাচের ফল তাদের পক্ষে আসে। বায়ার্নের মাঠে বার্সা হেরে গেলেও শেষ ষোলোতে যেতে পারবে, তবে সে ক্ষেত্রে প্রার্থনায় থাকতে হবে জাভিদের, যাতে কিয়েভের বিপক্ষে বেনফিকা পয়েন্ট হারায়।
এই পরিস্থিতি সামলে বার্সা আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যেতে পারবে? নাকি শেষ পর্যন্ত ইউরোপা লিগেই খেলতে হবে তাদের? পাঠক, আপনার কী মনে হয়? জানিয়ে দিতে পারেন নিচের পোল-এ অংশ নিয়ে।