বার্নাব্যুতে ফিরতি লেগে তুলাধোনা হওয়ার শঙ্কা চেলসির

রিয়াল মাদ্রিদের কাছে হারের পর হতাশ চেলসির খেলোয়াড়েরাছবি: রয়টার্স

নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজেই রিয়াল মাদ্রিদের কাছে উড়ে গেছে চেলসি। সান্তিয়াগো বার্নাব্যুতে যে কী হবে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি এখন সেই শঙ্কায় কাঁপছে! শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠ থেকে হেরে এসেছিল রিয়াল। দ্বিতীয় লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়নস লিগের সফলতম দলটি।

টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন এমনিতেই রিয়ালকে নিয়ে আলাদা করে ভাবতে হয়। কারণ, চ্যাম্পিয়নস লিগ এলেই যেন অন্য রকম শক্তি পেয়ে বসে তাদের। কোনো কিছুই যেন এগিয়ে চলার পথে বাধা হতে পারে না তাদের। আর খেলা যখন নিজেদের মাঠ বার্নাব্যুতে হয়, রিয়াল যেন আবির্ভূত হয় ভয়ংকর রূপে! ১২ এপ্রিল বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে তাই ‘তুলাধোনা’ হওয়ার শঙ্কা চেপে ধরেছে চেলসি কোচ টমাস টুখেলকে।

আরও পড়ুন

করিম বেনজেমার হ্যাটট্রিকে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে কাল প্রথম লেগে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ম্যাচ শেষে টুখেল যেন তাঁর শিষ্যদের ১২ এপ্রিলের ম্যাচ নিয়ে সতর্ক করে দিলেন এই বলে, আরও ভয়ংকর কিছুই হয়তো অপেক্ষা করছে চেলসির জন্য!

রিয়ালের কাছে হেরে যাওয়া চেলসি তাদের পরের ম্যাচটি খেলবে প্রিমিয়ার লিগে। আগামী পরশু সেখানে তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন। সাউদাম্পটনের মাঠের সেই ম্যাচের কথা টেনে রিয়ালের বিপক্ষে খেলা শেষে টুখেল বলেছেন, ‘আমাদের মাদ্রিদ নিয়ে এখনই ভাবার দরকার নেই। আমাদের এখন সাউদাম্পটন নিয়ে ভাবতে হবে। সাউদাম্পটনের বিপক্ষেও আমরা যদি এমনই খেলি এবং এরপর বার্নাব্যুতে যাই, সেখানে তো তুলাধোনা হতে হবে আমাদের।’

আরও পড়ুন
রিয়ালের কাছে হারের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন চেলসির ডিফেন্ডার রুডিগার
ছবি: রয়টার্স

স্টামফোর্ড ব্রিজে কাল প্রথমার্ধের ২১ থেকে ২৪—এই ৩ মিনিটে দুই গোল খেয়ে বসে চেলসি। সেই প্রসঙ্গ টেনে টুখেল বলেছেন, ‘হতাশাজনক এক হার। স্টামফোর্ড ব্রিজে আমার দেখা আমাদের সবচেয়ে বাজে প্রথমার্ধ এটাই। ব্যক্তিনৈপুণ্য বা দলীয় পারফরম্যান্সে আমরা আমাদের মানের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম। এ রকম হলে তো হারতেই হবে।’

টুখেল এরপর যা বলেছেন, এতে স্পষ্ট হয়েছে, লড়াইয়ে নামার আগেই তিনি হেরে বসে আছেন! সাংবাদিকদের তিনি বারবার একটি কথাই বলতে চেয়েছেন, চেলসির আর কোনো আশা নেই, ‘আজ যা হলো, এরপরও কি লড়াইটা বেঁচে আছে? আমি তো মনে করি, কোনোভাবেই লড়াই বেঁচে নেই।’

আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগ নিয়ে এবার আর কোনো আশা দেখছেন না চেলসির কোচ টমাস টুখেল
ছবি: রয়টার্স

এমনকি এখন টুখেল বার্নাব্যুতে দ্বিতীয় লেগ নিয়ে ভাবতেও চান না, ‘আগামী সপ্তাহে রিয়ালের বিপক্ষে ম্যাচ নিয়ে আমি যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ নিয়ে। সবার আগে আমাদের সাউদাম্পটনের বিপক্ষে খেলতে হবে। সাউদাম্পটনের বিপক্ষে আমরা যদি নিজেদের মাথা সোজা করে দাঁড়াতে না পারি এবং মানসিকতা ঠিক না থাকে, তাহলে বুঝতে হবে, চ্যাম্পিয়নস লিগের লড়াই আমাদের জন্য আর বেঁচে নেই।’

সাউদাম্পটনের বিপক্ষে জিতে মানসিক শক্তি অর্জন করলেও সবাইকে বাস্তবতার বিচারে চিন্তা করার পরামর্শ দিয়েছেন টুখেল, ‘পরিস্থিতি যদি বদলেও যায়, বিশ্বের কটি ক্লাব তিন গোলের পার্থক্য টপকাতে পারে? এমন ঘটনা কয়টা ঘটে ফুটবলে? তাই আমাদের বাস্তবসম্মত চিন্তা করা দরকার। নিয়তিতে বিশ্বাস না করাই উচিত আমাদের। আর এটাও ভাবার দরকার নেই যে আমি ভুল বার্তা দিচ্ছি।’

আরও পড়ুন