বাংলাদেশের ছোঁয়ায় লেস্টারের ভাগ্য বদল
আগের ম্যাচে চেলসিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি, পরশু নিজেদের মাঠে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। হামজা চৌধুরী চাইলে এর পেছনে সবচেয়ে বড় কৃতিত্বটা দাবি করতেই পারেন।
বাংলাদেশি মা ও গ্রেনাডিয়ান বাবার ছেলে হামজা চেলসির বিপক্ষেই লেস্টারের হয়ে মৌসুমে লিগে প্রথম সুযোগ পেয়েছেন, সেটিও শুরুর একাদশে। জায়গাটা ধরে রেখেছেন পরশু সিটির বিপক্ষেও। তাতেই যেন লেস্টারের ভাগ্যবদল। লিগে আগের দশ ম্যাচের দুটিতে জেতা লেস্টারই পরপর দুই ম্যাচে হারিয়ে দিল চেলসি-সিটিকে!
এই ম্যাচ দুটির আগেই অবশ্য লিগ কাপেও সিটির বিপক্ষে খেলেছেন হামজা। সেদিনের পারফরম্যান্সই খুলে দিয়েছে লিগের দরজা। হামজাকে খেলাতেই নিজের পছন্দের ৪-২-৩-১ ছেড়ে ৪-৫-১ ছকে চলে যান লেস্টার কোচ ক্লদ পুয়েল। তা পরশু নতুন কিছু না বললেও চেলসির বিপক্ষে জয়ের পরই হামজার প্রশংসা ঝরেছিল পুয়েলের কণ্ঠে, ‘ম্যান সিটির বিপক্ষে (লিগ কাপের ম্যাচে) হামজার পারফরম্যান্সে খুব খুশি ছিলাম। কেন ছিলাম, সেটি আজ (চেলসির বিপক্ষে) আবার দেখিয়েছে ও। হামজার মাঠে পরিশ্রমের মানসিকতা, খেলার ধরন নিয়ে আমি খুশি। ওর এখন এভাবেই চালিয়ে যাওয়া দরকার।’
আর হামজা কী করছেন? টুইটারে মজা করছেন ক্লাবের সমর্থকদের সঙ্গে। চেলসির সঙ্গে জয়টাকে ‘কী দারুণ জয়, দারুণ পারফরম্যান্স’ বলে সমর্থকদের নিয়ে টুইট করেছিলেন, ‘ফ্যানস ওয়্যার আ জোক টুডে!’ ভুল বোঝার সুযোগ না দিয়ে পরে আবার টুইট করেন, ‘ “জোক” বলতে অসাধারণ বুঝিয়েছি।’ কিন্তু পরশু আবার টুইট, ‘আরেকটি দারুণ জয়, দারুণ পারফরম্যান্স। ফ্যানস ওয়্যার আ জোক অ্যাগেইন।’ এবার পাশে চোখ টেপা ইমোজি