ফ্রান্সের জয়ে প্লাতিনির পাশে গ্রিজমান

আঁতোয়ান গ্রিজমান ছুঁয়ে ফেললেন মিশেল প্লাতিনিকেছবি: এএফপি

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করেছিল ফ্রান্স। মনে হচ্ছিল যেন জিততেই ভুলে গেছে তারা। কাল জয়ের ধারায় ফিরল বিশ্বচ্যাম্পিয়নরা। আঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে তিনে উঠে এলেন গ্রিজমান। ফিনল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে দেশের হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৪১। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেললেন। ৭২ ম্যাচে ৪১ গোল করেছিলেন ফরাসি কিংবদন্তি। তাঁকে ছুঁতে গ্রিজমানের লাগল ৯৮ ম্যাচ। সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরিকে ধরতে আরও ১০ গোল চাই গ্রিজমানের।

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে গ্রিজমান
ছবি: এএফপি

ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন বার্সেলোনা থেকে ধারে আতলেতিকো মাদ্রিদে ফেরা এ ফরোয়ার্ড। ৩০ বছর বয়সী তারকা এখনো মাদ্রিদের ক্লাবটির হয়ে মাঠে নামেননি। তবে আন্তর্জাতিক ময়দানে এরই মধ্যে তিন ম্যাচে ৩ গোল তুলে নিলেন। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। দুইয়ে থাকা ইউক্রেনের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে দিদিয়ের দেশমের দল।

ফরাসি কিংবদন্তি প্লাতিনি
ফাইল ছবি

ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী প্লাতিনিকে গোলসংখ্যায় ধরতে পেরে আনন্দিত গ্রিজমান, ‘এটা অনেক গর্বের বিষয়। ২০১৪ সাল (ফ্রান্সের হয়ে অভিষেক) থেকেই নিজের সেরাটা নিংড়ে দিচ্ছি। সেটা গোল কিংবা রক্ষণের ক্ষেত্রেও। দলের পারফরম্যান্সে আমি আনন্দিত।’

গত ইউরোর শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স।