ফাইনালটা মেসি বনাম রোনালদো হলে কেমন হয়!

মেসির আর্জেন্টিনা আর রোনালদোর পর্তুগালের দেখা হবে ফাইনালে?ছবি: এএফপি

সঞ্চালক ইদ্রিস আলবা বলছিলেন, বিশ্বকাপ জেতা খুব সহজ। কীভাবে? শুধু সাতটা ম্যাচ জিতলেই তো হলো! যা শুনে দোহায় কাল বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে মঞ্চে আলবার সহসঞ্চালক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী বলছিলেন, ‘হ্যাঁ, একেবারে সহজই তো!’ মজা করেই যে বলা, তা নিশ্চয়ই বলে দিতে হবে না।

কাজটা অত সহজ হলে তো বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি হতো না। এ পর্যন্ত ২১টি বিশ্বকাপে শুধু আটটি দলই শিরোপার উল্লাস করার সুযোগ পেত না! আলবার চোখে ‘সহজ কাজ’টায় ঝামেলা একটাই, সাতটা ম্যাচ জেতার চেষ্টা যে সব দলই করে!

সব ঠিক থাকলে কাতার বিশ্বকাপে সেই চেষ্টা শেষবারের মতো করবেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো নামের দুজন। কারও স্বপ্ন কি সত্যি হবে? উত্তর সময়ের হাতে। তবে স্বপ্নের পথে রোমাঞ্চটা আরেকটু বাড়বে, যদি ফাইনালটা হয় মেসি বনাম রোনালদোর। গ্রুপ পর্বের ড্রয়ের পর সমীকরণের সম্ভাবনা জানাচ্ছে, সেটি হওয়ার সুযোগ আছে।

আরও পড়ুন

মেসি বনাম রোনালদো—এমন ঘোর লাগা স্বপ্নের ফাইনালের সঙ্গে হয়তো রোমাঞ্চে পাল্লা দিতে পারবে শুধু ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালই। বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনা আর পর্তুগালের গ্রুপ নির্ধারিত হওয়ার পর থেকেই স্বপ্নটা রেণু ছড়াচ্ছে। মেসির আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্রুপে, রোনালদোর পর্তুগালের গ্রুপ ‘এইচ’। সমীকরণ জানাচ্ছে, দুজনের ফাইনালে দেখা হতে পারে এবং সেটি দুভাবে হতে পারে।

কীভাবে? যদি মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল নিজ নিজ গ্রুপে সেরা হয়, তা না হলে দুই দলই নিজ গ্রুপে দ্বিতীয় হয়। এরপর অবশ্য শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে জেতার ‘ছোট্ট’ একটা চ্যালেঞ্জ বাকি থাকবে। ইদ্রিস আলবার হিসাবে ‘সহজ কাজের’ তিনটি ধাপ।

কী হলে কী হতে পারে, সেটির বিশ্লেষণ দেখা যাক। হিসাবের প্রয়োজনে অন্য গ্রুপের সম্ভাব্য জয়ী ও দ্বিতীয় দলের নাম কাগজে-কলমের শক্তির বিচারে ঠিক করা হয়েছে। যেমন ‘এ’ গ্রুপে নেদারল্যান্ডসকে গ্রুপসেরা ধরা হয়েছে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ‘এফ’ গ্রুপে বেলজিয়াম, ‘জি’ গ্রুপে ব্রাজিল। তবে ‘ই’ গ্রুপে স্পেন আর জার্মানির মধ্যে কোনো এক দলকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়তো কল্পনাতেও কষ্টসাধ্য।

যদি পর্তুগাল ও আর্জেন্টিনা নিজেদের গ্রুপে সেরা হয়

সে ক্ষেত্রে দুই দল নকআউট পর্বে দুই আলাদা ভাগে পড়বে। ফাইনালের আগে দুই দলের দেখা হওয়ার সুযোগ থাকবে না। আর্জেন্টিনা গ্রুপ ‘সি’-র সেরা হলে শেষ ষোলোতে ডেনমার্কের সামনে পড়তে পারে (‘ডি’ গ্রুপে ফ্রান্সের পর ডেনমার্ককে দুই নম্বরে ধরে)। পর্তুগাল ‘এইচ’ গ্রুপে সেরা হলে শেষ ষোলোতে পড়তে পারে সুইজারল্যান্ডের বিপক্ষে (‘জি’ গ্রুপে ব্রাজিলকে সেরা ধরে সুইজারল্যান্ডকে ধরা হয়েছে দ্বিতীয়)।

নকআউট পর্বের বাকি পথ তখন হতে পারে এমন—

পর্তুগাল:

শেষ ষোলো: সুইজারল্যান্ড

কোয়ার্টার ফাইনাল: বেলজিয়াম/স্পেন/জার্মানি

সেমিফাইনাল: ফ্রান্স/ইংল্যান্ড

আর্জেন্টিনা:
শেষ ষোলো: ডেনমার্ক

কোয়ার্টার ফাইনাল: নেদারল্যান্ডস

সেমিফাইনাল: স্পেন/জার্মানি/ব্রাজিল

আরও পড়ুন
বিশ্বকাপে আসার পথে একটু ঝামেলাই পোহাতে হয়েছে পর্তুগালকে
ছবি: রয়টার্স

আর যদি দুই দলই গ্রুপে দ্বিতীয় হয়

এ ক্ষেত্রে ফাইনালের আগে নকআউট পর্বের তিন ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হবে, তবে সেই তিন ম্যাচে জিতলে ফাইনালে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ পাবে কাতার বিশ্বকাপ।

আর্জেন্টিনা গ্রুপে দ্বিতীয় হলে শেষ ষোলোতেই দেখা হতে পারে ফ্রান্সের সঙ্গে, সেখানে জিতলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ইংল্যান্ডের সঙ্গে। সেমিফাইনালে সামনে পড়তে পারে বেলজিয়াম কিংবা স্পেন-জার্মানির মতো দল।

আর পর্তুগাল নিজেদের গ্রুপে দ্বিতীয় হলে শুরুতেই পড়তে পারে ব্রাজিলের সামনে। এরপর সামনে অপেক্ষায় থাকতে পারে স্পেন আর জার্মানির গ্রুপের সেরা দল। সেখানেও জিতে গেলে সেমিফাইনালে নেদারল্যান্ডস থাকতে পারে অপেক্ষায়।

আর্জেন্টিনার নকআউট পর্বের সম্ভাব্য পথ:

শেষ ষোলো: ফ্রান্স

কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ড

সেমিফাইনাল: বেলজিয়াম

পর্তুগালের নকআউট পর্বের সম্ভাব্য পথ:

শেষ ষোলো: ব্রাজিল

কোয়ার্টার ফাইনাল: স্পেন/জার্মানি

সেমিফাইনাল: নেদারল্যান্ডস

আরও পড়ুন

কিন্তু যদি কোনো এক দল গ্রুপে সেরা না হয়, সে ক্ষেত্রে নকআউট পর্বে দুই দল একই ব্র্যাকেটে পড়বে। এমন হলে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে রোনালদো-মেসির।

মেসির আর্জেন্টিনা এখন অনেক গোছানো
ছবি : রয়টার্স

যদি আর্জেন্টিনা গ্রুপসেরা হয়, পর্তুগাল গ্রুপে দ্বিতীয় হয়, সে ক্ষেত্রে পর্তুগালের সম্ভাব্য পথ:

শেষ ষোলো: ব্রাজিল

কোয়ার্টার ফাইনাল: স্পেন/জার্মানি

সেমিফাইনাল: আর্জেন্টিনা

আর্জেন্টিনার সম্ভাব্য পথ:

শেষ ষোলো: ডেনমার্ক

কোয়ার্টার ফাইনাল: নেদারল্যান্ডস

সেমিফাইনাল: পর্তুগাল

আর যদি পর্তুগাল গ্রুপ সেরা হয়, কিন্তু আর্জেন্টিনা গ্রুপে হয় দ্বিতীয়

সে ক্ষেত্রেও সেমিফাইনালেই দেখা হতে পারে দুই দলের। পর্তুগালের সামনে তখন শেষ ষোলোতে ব্রাজিলের গ্রুপের দ্বিতীয় দল পড়বে, কোয়ার্টার ফাইনালে পড়তে পারে স্পেন-জার্মানির গ্রুপের দ্বিতীয় দল আর বেলজিয়ামের গ্রুপের শীর্ষ দলের লড়াইয়ে জয়ীরা।

আর্জেন্টিনার সম্ভাব্য পথ:
শেষ ষোলো: ফ্রান্স

কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ড

সেমিফাইনাল: পর্তুগাল

পর্তুগালের সম্ভাব্য পথ:

শেষ ষোলো: সুইজারল্যান্ড

কোয়ার্টার ফাইনাল: বেলজিয়াম/স্পেন/জার্মানি

সেমিফাইনাল: আর্জেন্টিনা

বিশ্বকাপে কখনো দেখা হয়েছে মেসি-রোনালদোর?

এ জায়গায় ফুটবলপ্রেমীদের হতাশই হতে হয়েছে। এক যুগেরও বেশি সময় ফুটবল মাতিয়ে রেখেছে যে দ্বৈরথ, সেটির দেখা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কখনোই হয়নি।
বিশ্বকাপে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার স্বপ্নের খুব কাছে গিয়েও শেষ হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছিল, কিন্তু শেষ ষোলোতে মেসির আর্জেন্টিনা হেরে গেছে ফ্রান্সের কাছে, আর রোনালদোর পর্তুগালকে বাড়ি পাঠিয়েছে উরুগুয়ে।