২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফাইনাল না হওয়ার কারণ জানালেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফাইল ছবি

শেষ হয়ে গিয়েছে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ। কিন্তু শেষটা সুন্দর হয়নি তার। টুর্নামেন্টের ফাইনাল না হওয়াটাই এখন বড় এক আফসোসের নাম। প্রাকৃতিক দুর্যোগ ফণীর কারণে বাতিল হয়ে গেছে বাংলাদেশ ও লাওসের মধ্যকার ফাইনাল ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে ফাইনাল বাতিল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আজ দিয়েছেন ফাইনাল বাতিলের ব্যাখ্যা। ফাইনাল মাঠে না গড়ানোয় হতাশ হয়েছে সভাপতিও, ‘ফাইনাল না হওয়াটা দুঃখজনক। এটাকে বলব “অ্যান্টি ক্লাইমেক্স”। এই ফাইনাল নিয়ে আমার চেয়ে রোমাঞ্চিত আর কেউই ছিল না। কাল যেটা হয়েছে তা দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়।’

গতকাল সকাল থেকেই ঘূর্ণিঝড় ফণীর প্রকোপ টের পেয়েছে দেশ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা উপস্থিত হয়েছিলেন শিরোপার লড়াই দেখতে। বৃষ্টিতে মাঠের টাচলাইনে কিছু অংশে পানি জমলেও খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে মাঠ খেলার জন্য পর্যাপ্ত উপযুক্ত হয়ে ওঠে। দুই দল ওয়ার্মআপ করে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিল। ম্যাচ অফিশিয়ালরাও খেলা চালানোর প্রস্তুতি নিয়ে অ্যাথলেটিকস ট্র্যাকের ওপর এসে দাঁড়ান। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় প্রহর গুনেছেন গ্যালারির দর্শকেরা। সে অপেক্ষা তাঁদের শেষ হয়েছে হতাশায়।

দেশের এমন খারাপ অবস্থায় খেলা চালানো উচিত নয় বলেই খেলাটি বাতিল করা হয়েছে বলে জানান বাফুফে সভাপতি, ‘সবাই আতঙ্কিত ছিল সাইক্লোনের আঘাত নিয়ে। সব জায়গা থেকে খবর আসছিল সাইক্লোন আঘাত করতে যাচ্ছে। দেশের এক লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে। ঘূর্ণিঝড় এলে কীভাবে ত্রাণ নিয়ে সহায়তা করা হবে সেটাই ভাবছিল সবাই। এমন অবস্থায় মাঠে আমরা ফুটবল উৎসব করতে পারি না। এই সিদ্ধান্ত পুরো জাতির। এটা আমার একার সিদ্ধান্ত নয়।’