ফণীর ছোঁয়ায় যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ
দারুণ ফুটবল দেখার আশা ছিল সবার। দুর্দান্ত ফুটবল খেলছে লাওস। ওদিকে সেমিফাইনালেই নিজেদের পুরোনো রূপে দেখা দিয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ছয়টার অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু ম্যাচের আগের ক্ষণিক বৃষ্টিতে সব আশা ধুয়ে-মুছে গেছে। ম্যাচের বেশ আগেই বৃষ্টি থেমে যাওয়ার পরও মাঠকে খেলার জন্য প্রস্তুত করা যায়নি। ফলে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে লাওস-বাংলাদেশকে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। বিকেল চারটার দিকে ঢাকাতেও বৃষ্টি ঝরেছে। কিছুক্ষণ পড়ই অবশ্য থেমে গেছে তা। মাঠ ভেসে গেলেও ম্যাচ শুরু হওয়ার আগে মাঠ ঠিক করার বেশ সময় পাওয়া গিয়েছিল। কিন্তু সন্ধ্যা ছয়টার আগেও তা সম্ভব হয়নি। অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের পানি নিষ্কাশন নিয়ে প্রশ্ন আগেও উঠেছে এ মৌসুমে। গত ১৩ এপ্রিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও ৩০ মিনিটের বৃষ্টির পর বাতিল করতে হয়েছিল।
বিস্তারিত আসছে...