প্রমাণ না থাকায় বেঁচে গেলেন নেইমার

আলভারো গঞ্জালেসের সঙ্গে ম্যাচে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন নেইমার।ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর থেকেই সময়টা ভালো কাটছে না নেইমারের। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে মাঠেও ফিরেছেন। এরপর অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে জড়িয়ে পড়েন বাদানুবাদে। প্রতিপক্ষ দলের খেলোয়াড় আলভারো গঞ্জালেসের মাথায় চাটি মেরেই তৈরি করেছেন সমস্যা। তাঁর বিরুদ্ধে উঠেছে বর্ণবাদের অভিযোগ। যদিও তিনি নিজেও বর্ণবাদের শিকার বলে পাল্টা অভিযোগ তুলেছেন। এই নিয়ে তদন্ত চলছিল। বিপদের ওপর বিপদ, কাল খবর এল স্প্যানিশ কর কর্তৃপক্ষের কালোতালিকায় কর ফাঁকিবাজদের মধ্যে শীর্ষে নেইমার। তবে এত কিছুর মধ্যে একটা ভালো খবরও পেয়েছেন নেইমার।

যে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে এত কিছু, ভালো খবরটা সেই ম্যাচ নিয়েই। ফ্রান্সের লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের পর্যাপ্ত প্রমাণ খুঁজে পাইনি। তাই শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ব্রাজিল তারকা। প্রমাণ পাওয়া যায়নি আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগেরও। তিনিও শাস্তি পাচ্ছেন না। কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে তার পক্ষে পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি শৃঙ্খলা কমিশন। এ কারণে শাস্তি দেওয়ার যুক্তি খুঁজে পায়নি কমিশন।’

মার্শেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গঞ্জালেস তাঁকে ‘বানর’ বলেছিলেন বলে অভিযোগ করেছিলেন পিএসজি তারকা নেইমার। গঞ্জালেস এবং মার্শেইয়ের জাপানি রাইট ব্যাক হিরোকি সাকাইকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। গত ১৩ সেপ্টেম্বর পিএসজি-মার্শেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মোট পাঁচ ফুটবলার। গঞ্জালেসের মাথায় চাটি মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার।

তদন্তের সময় সবার ধারণা ছিল, দোষী প্রমাণিত হলে ১০ ম্যাচের বেশি নিষিদ্ধ হতে পারেন নেইমার ও গঞ্জালেস। কিন্তু প্রমাণ না থাকায় বেঁচে গেলেও নেইমারকে নিয়ে বিতর্ক কিন্তু সহসাই থামছে না। কাতালান রেডিও ‘কাদেনা সার’ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে মার্শেইয়ের এক খেলোয়াড়কে অপমান করছেন নেইমার। মার্শেই এর আগে জানিয়েছিল, তাদের কাছে একটি ভিডিও আছে যেখানে দেখা গেছে সাকাইকে ‘চীনা বিষ্ঠা’ বলেছেন নেইমার। এবার ‘এল লারগুয়েরো’ এবং কাদেনা সার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাকাইয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে তাঁকে ‘দূরে যাও’ এবং ‘চীনা বিষ্ঠা’ বলেছেন ব্রাজিল তারকা। তবে গঞ্জালেসকে নিয়ে ওঠা অভিযোগের কোনো ভিডিও পায়নি সংবাদমাধ্যম।

পিএসজি-মার্শেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন পাঁচ ফুটবলার।
ছবি: এএফপি

গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে নেইমার টুইট করেছিলেন, ‘ভিএআর আমার আগ্রাসী আচরণ খুব সহজেই খুঁজে পেল... ওই বর্ণবিদ্বেষী যে আমাকে (বানর বলে) গালি দিল এখন আমি সে ছবিও দেখতে চাই... আমি এখন সেটা দেখতে চাই। কী হলো? আমাকে ঠিকই শাস্তি দেওয়া হলো। আমাকে বের করে দেওয়া হলো...ওদের শাস্তি হবে না? কী ব্যাপার?’ গঞ্জালেস বরাবরই নেইমারের অভিযোগ অস্বীকার করে এসেছেন।