পেলের ব্রাজিল, জার্মানির ক্লোসা

বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় ক্লোসার। ফাইল ছবি
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় ক্লোসার। ফাইল ছবি
>

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ১৭ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘১৭’ সংখ্যাটি নিয়ে

বিশ্বকাপের গল্প মানেই যেন পেলের গল্প। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। সে রেকর্ড যে অন্তত ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অক্ষুণ্ন থাকবে, সেটা নিশ্চিত। পেলের আরেকটি রেকর্ডও ২০২২ বিশ্বকাপ পর্যন্ত কেউ ভাঙতে পারছেন না। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড।

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা এখনো শেষ হয়নি। তবে সম্ভাব্য যে তালিকা মিলেছে আর প্রাথমিক দলের যে তালিকা, তাতে ১৭ বছর ৭ মাস ২৭ দিন বয়সী কারও পক্ষে এবারের বিশ্বকাপে গোল করার সম্ভাবনা কম। ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে ঠিক এ বয়সেই বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা কিংবা ফাইনালে গোল করার রেকর্ডও ১৭ বছরের পেলের দখলে।

তবে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড কিন্তু পেলে নিজের কাছে রাখতে পারেননি। ১৯৮২ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে উত্তর আয়ারল্যান্ডের পক্ষে নেমেছিলেন নরমান হোয়াইটসাইড। সেদিন এই মিডফিল্ডারের বয়স ছিল ১৭ বছর ৪১ দিন। তবে ১৭–এর সবচেয়ে বড় অর্জনটি এক জার্মানের, মিরোস্লাভ ক্লোসার। চারটি বিশ্বকাপ জার্মানির হয়ে শুধু একটি বিশ্বকাপই জিতেননি, ১৭টি ম্যাচও জিতেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্বকাপের আরেকটি অনন্য রেকর্ড অবশ্য জার্মানিব্রাজিলের দখলে। সর্বোচ্চ ১৭টি বিশ্বকাপে শীর্ষ আটে ওঠার রেকর্ড জার্মানি ও ব্রাজিলের। আর বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার আগে ১৭টি ম্যাচ খেলতে হয়েছে বুলগেরিয়াকে!