পেরেজকে নিজেই ফোন করে ‘না’ বলে দিয়েছেন এমবাপ্পে

রিয়ালকে না বলে দেওয়ার পর পিএসজি সতীর্থের এমন পিঠ চাপড়ানো বাহবা পেতেই পারেন এমবাপ্পেছবি: রয়টার্স

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটকের নতুন পর্ব জানা গেল আজ বাংলাদেশ সময় সন্ধ্যায়। ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইট করে জানিয়েছেন, পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে আজ স্থানীয় সময় বিকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

সেই সিদ্ধান্ত হলো, তিনি পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করতে চান। তবে রিয়াল কিংবা পিএসজির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

নানা সূত্রের খবর থেকে কালই বোঝা গিয়েছিল, রিয়ালের ভাগ্যে এমবাপ্পে–শিঁকে ছিঁড়ছে না। ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও এক রকম নিশ্চিত হয়ে বলেই দিয়েছিলেন, রিয়ালে আর যাওয়া হচ্ছে না এমবাপ্পের। পিএসজির প্রস্তাবে রাজি হয়ে প্যারিসেই থেকে যাচ্ছেন তিনি। রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল এমবাপ্পের।

ফরাসি ক্লাবটি এমবাপ্পেকে কী সব অভূতপূর্ব প্রস্তাব দিয়েছে, তা জানাজানি হয়ে গিয়েছিল। পরিবারের লোকজনও যে এমবাপ্পের প্যারিসেই থেকে যাওয়ার পক্ষে, এটা তো জানা ছিল আগে থেকেই। যে কারণে রিয়াল সভাপতি পেরেজ তাঁর খেলোয়াড়দের জানিয়ে দেন, এমবাপ্পের সতীর্থ হওয়ার আশা ছেড়ে দাও। নিজেদের ভবিষ্যতের চিন্তা করো এমবাপ্পেকে ছাড়াই।

এমবাপ্পের সিদ্ধান্তে খুশি হবে পিএসজি
ছবি: রয়টার্স

এরপর ফুটবলারদের দলবদল সংক্রান্ত খবরের বিশ্বস্ত সূত্র রোমানো ফ্যাব্রিজিওর টুইটটিতে সবাই একরকম নিশ্চিতই হয়ে গেলেন। টুইটে রোমানো লিখেছেন, ‘কিলিয়ান এমবাপ্পে আজ বিকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন করেছিলেন। নিজের সিদ্ধান্তটা তিনি সরাসরি পেরেজকে বলেছেন; পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন। কথাবার্তা পাকা হয়ে গেছে এবং তা শতভাগ নিশ্চিত।’

বিবিসি জানিয়েছে, এমবাপ্পে পিএসজিতে থাকার বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছেন। শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগেই এমবাপ্পেকে ধরে রাখার খবর আনুষ্ঠানিকভাবে জানাতে পারে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাবে রাজি হয়েছেন ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ হতে পারে তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত। যদিও এ ব্যাপারে রয়টার্স পিএসজির সঙ্গে যোগাযোগ করলে ক্লাবটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুন

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ও একই খবর জানিয়েছে। আলোচিত এই দলবদলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরেও রোমান ফ্যাব্রিজিওর টুইটেরই প্রতিধ্বনি, পেরেজকে ফোন করে এমবাপ্পে যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এই আরকি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকোতে থাকার সময়ই একবার রিয়ালকে ‘না’ বলেছিলেন তিনি। রিয়ালের বদলে যোগ দেন পিএসজিতে।

এবারের প্রেক্ষাপট অবশ্য ভিন্ন। যেভাবে আটঘাঁট নেমেছিল রিয়াল, তাতে এমবাপ্পের এই প্রত্যাখ্যান তাদের জন্য বড় একটা ধাক্কাই। বিশেষ করে শেষ মুহূর্তে যেভাবে পট পরিবর্তন ঘটে গেছে। গত সপ্তাহেই নাকি এমবাপ্পের সঙ্গে চুক্তির কিছু শর্ত নিয়ে ঐক্যমতে পৌঁছে গিয়েছিল রিয়াল। ইমেজ–স্বত্ত্বের পুরোটাই পাবেন এমবাপ্পে এবং সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৩ কোটি ইউরো—এই শর্তেও রাজি হয়েছিল রিয়াল।

কিন্তু এরপরই পিএসজি লোভনীয় সব প্রস্তাব দিতে শুরু করে এমবাপ্পেকে। সাইনিং বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো, বছরে বেতন ১০ কোটি ইউরো এবং ক্লাবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এমবাপ্পেকে দিতে চেয়েছে পিএসজি।

আরও পড়ুন

এর পাশাপাশি কাতার ও ফ্রান্সের উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক চাপও ভূমিকা রেখেছে। এমবাপ্পের ঘনিষ্ট এক সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে মার্কা। রিয়াল না পিএসজি—এই সিদ্ধান্তটা তাঁর জন্য কেমন সেটি বুঝিয়েছেন সেই সূত্র, ‘এটা তার জীবনের কঠিনতম সিদ্ধান্ত।’